TRENDING:

Supreme Court: তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা, সেই আইনজীবীকে নিয়ে কী বললেন প্রধান বিচারপতি?

Last Updated:

অভিযুক্ত ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর৷ এ দিন প্রধান বিচারপতির কোর্টেই আচমকা জুতো তুলে বি আর গাভাইয়ের দিকে ছোড়ার চেষ্টা করেন ওই আইনজীবী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যে আইনজীবী আদালত কক্ষের ভিতরেই তাঁর দিকে জুতো ছুড়ে মারতে উদ্যত হয়েছিলেন, সেই আইনজীবীর বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ করার পক্ষপাতী নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্বই দিতে নারাজ তিনি৷
প্রধান বিচারপতি বি আর গাভাই৷
প্রধান বিচারপতি বি আর গাভাই৷
advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত ওই আইনজীবীর নাম রাকেশ কিশোর৷ এ দিন প্রধান বিচারপতির কোর্টেই আচমকা জুতো তুলে বি আর গাভাইয়ের দিকে ছোড়ার চেষ্টা করেন ওই আইনজীবী৷ সঙ্গে সঙ্গেই অবশ্য সুপ্রিম কোর্টের নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরস্ত করেন৷ এর পর ওই আইনজীবীকে আদালত কক্ষের বাইরে নিয়ে যাওয়া হয়৷ সূত্রের খবর, আদালত কক্ষ থেকে বেরনোর সময় ওই আইনজীবী সনাতন ধর্মের অপমান সহ্য করব না বলে চিৎকার করতে থাকেন৷

advertisement

যদিও এই ঘটনার পরও আদালত কক্ষে বসেই যথারীতি কাজ চালিয়ে যান প্রধান বিচারপতি বি আর গাভাই৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা আমাকে বিচলিত করবে না৷ অন্যান্য আইনজীবীদের সওয়াল, জবাব চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি৷

গত ১৬ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরের ভিতরে থাকা জাভরি মন্দিরে সাত ফুট লম্বা একটি বিষ্ণু মূর্তি পুনর্স্থাপনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই এই ধরনের আর্জি জানানো হয়েছে বলে মন্তব্য করে মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি৷ মামলা খারিজ করতে গিয়ে প্রধান বিচারপতির করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কও ছড়িয়েছিল৷ যদিও প্রধান বিচারপতি জানিয়ে দেন, তিনি সব ধর্মকেই সম্মান করেন৷ সম্ভবত সেই ঘটনার জেরেই এ দিন প্রধান বিচারপতির উপরে হামলার চেষ্টা করেন ওই আইনজীবী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ করতে গিয়ে মধ্যবিত্তের পকেট গড়ের মাঠ! বাজারে হচ্ছে টা কী?
আরও দেখুন

তবে প্রধান বিচারপতি নিজে গুরুত্ব দিতে না চাইলেও অভিযুক্ত আইনজীবীর সদস্যপদ খারিজ করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন৷ ২০১১ সাল থেকে বারের অস্থায়ী সদস্য হিসেবে রয়েছেন আইনজীবী রাকেশ কিশোর৷

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা, সেই আইনজীবীকে নিয়ে কী বললেন প্রধান বিচারপতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল