TRENDING:

Supreme Court: রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বল-অভিষেক মনু সিংভির! সিবিআই-কে তুলোধনা করল সুপ্রিম কোর্ট

Last Updated:

Supreme Court: বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ‍্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজ‍্যের তরফে অনুমতি প্রত‍্যাহারের পরেও কি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কোনও রাজ্যে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কেন্দ্রের বিরুদ্ধে করা এই মামলার শুনানিতে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।
কী ঘটল সুপ্রিম কোর্ট?
কী ঘটল সুপ্রিম কোর্ট?
advertisement

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে মামলার শুনানিতে রাজ‍্যের তরফে সওয়াল করতে ওঠেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।

আরও পড়ুন: বদলে যাচ্ছে পৃথিবীর মানচিত্র, ভারতের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে কোন মহাদেশ? তৈরি হচ্ছে নতুন মহাসাগর! চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

কিন্তু কেন্দ্রের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না সওয়াল করার জন্য। বিরক্ত হয়ে বিচারপতি গাভাই বলেন, ”আদালতের প্রতি নূন‍্যতম সম্মান জানান। আপনাদের প‍্যানেলে এত আইনজীবী, ল অফিসার রয়েছেন। তাঁরা কোথায়? তাঁদের কেউ উপস্থিত থাকতে পারলেন না?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিচারপতি গাভাইয়ের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন জুনিয়র আইনজীবী। তিনি জানান, সিনিয়র আইনজীবী সওয়াল করবেন। কিন্তু তিনি অন‍্য কোর্টে ব‍্যস্ত। অনুরোধ করেন পাসওভার দেওয়ার। তারপর পাসওভার দেওয়া হয়। দু সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি।

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বল-অভিষেক মনু সিংভির! সিবিআই-কে তুলোধনা করল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল