TRENDING:

সোমবার পর্যন্ত মুলতুবি পঞ্চায়েত মামলার রায়

Last Updated:

সোমবার পর্যন্ত মুলতুবি পঞ্চায়েত মামলার রায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পঞ্চায়েত ভোট নিয়ে মামলার রায় সোমবার পর্যন্ত মুলতুবি রাখল শীর্ষ আদালত ৷ আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ছিল গোটা রাজ্য ৷ পঞ্চায়েত ভোটের জট ছাড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা ৷ এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়েই মামলা হয় সু্প্রিম কোর্টে ৷
advertisement

এদিনই ৩ বিচারপতির বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানির কথা ছিল ৷ এর আগে ৩ জুলাই প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ৬ অগস্ট পঞ্চায়েত নিয়ে কিছু একটা নির্দেশ তারা দেবে ৷ তবে এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত থাকায় মামলার শুনানি আগামী সোমবার অবধি মুলতুবি রাখল শীর্ষ আদালত ৷

আরও পড়ুন 

advertisement

Exclusive: এবার উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও আশঙ্কা, তবে কি পিছিয়ে যাবে নিয়োগ?

এবারে পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রেকর্ড সংখ্যক প্রার্থী ৷ কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী ৩৪ শতাংশ প্রার্থী জয়ী বিনা ভোটে ৷ উল্লেখ্য, সবাই শাসক দলের ৷ এই বিষয় নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি ৷ তাদের অভিযোগ ছিল, শাসক দলের হিংসা ও জোর জুলুমের কারণেই ওই আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি ৷

advertisement

এবারের পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পঞ্চায়েত সমিতির মোট ৯২১৭টি আসনের মধ্যেও বিনাযুদ্ধে তৃণমূল কংগ্রেস জিতেছে ৩০৫৯টি ৷  গ্রাম পঞ্চায়েতে মোট ৪৮,৬৫০টি আসনের মধ্যে ১৬,৮১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল। এছাড়া জেলা পরিষদের মোট ৮২৫টি আসনের মধ্যে ২০৩টি আসনে জিতেছে শাসকেরা। তৃণমূল কংগ্রেস ছাড়া গ্রাম পঞ্চায়েতে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার দলে আছে এক নির্দল প্রার্থীও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামে গেজেট বিজ্ঞপ্তি জারি করায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১৩ অগস্ট ওই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই সংক্রান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ নিয়েই আশাবাদী বিরোধীরা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সোমবার পর্যন্ত মুলতুবি পঞ্চায়েত মামলার রায়