Exclusive: এবার উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও আশঙ্কা, তবে কি পিছিয়ে যাবে নিয়োগ?

Last Updated:

উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের পর এবার মামলার গেরোয় পড়তে চলেছে উচ্চপ্রাথমিকও ৷

#কলকাতা: উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের পর এবার মামলার গেরোয় পড়তে চলেছে উচ্চপ্রাথমিকও ৷ এবার এসএসসিতেও উত্তর বিভ্রাটের অভিযোগ। প্রাথমিকে নিয়োগের পর এবার বিতর্ক উচ্চপ্রাথমিকে নিয়োগের উত্তরপত্র নিয়েও শুরু হয়েছে বিতর্ক। উচ্চপ্রাথমিকে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের উত্তরপত্রে একাধিক ভুল রয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। তাঁরা হাইকোর্টে মামলা করার কথাও ভাবছেন।
স্কুল সার্ভিস কমিশনের গলায় এই ফুলই এখন কাঁটা। কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এবার স্কুল সার্ভিস কমিশনের উত্তরপত্র নিয়েও উঠে গেল প্রশ্ন। ফুল নিয়ে প্রশ্নের উত্তরেই ভুল বলে দাবি পরীক্ষার্থীদের।
উচ্চপ্রাথমিকে প্রায় ১৪ হাজার শিক্ষক পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয় ৷ ২০১৭ সালের ৪ জুন, স্কুল সার্ভিস কমিশনের পরিচালনায় হয় প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট ৷ পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
পরীক্ষার্থীদের অনেকের দাবি, কর্মশিক্ষা বিষয়ে এসএসসির একাধিক উত্তরে ভুল রয়েছে। যেমন, ৩৮ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ফুল গাছের ডাল ছাঁটার উপযুক্ত সময় হল শীতকাল ৷ পরীক্ষার্থীদের দাবি, এই উত্তর ভুল। যা প্রমাণ করতে তাঁরা আরটিআইয়ে পুণের ডিরেক্টরেট অফ ফ্লোরি কালচার রিসার্চের কাছে জানতে চান। জবাব মিলেছে, ফুল গাছের ডাল কাটার উপযুক্ত সময় শীতকাল এমনটা বলা যায় না। বিভিন্ন ধরনের ফুল গাছ ভেদে এই সময়টি ভিন্ন হয় ।
advertisement
ডিরেক্টরেট অফ ফ্লোরি কালচার রিসার্চের এই উত্তরকেই হাতিয়ার করতে চাইছেন পল্লবী অধিকারী, কৌশিক সামন্ত-সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের দাবি, কর্মশিক্ষা বিষয়ে এসএসসির এরকমই পাঁচটি উত্তর ভুল। এ নিয়ে আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন কৌশিক-পল্লবীরা। হাইকোর্টেরর হস্তক্ষেপ চেয়ে মামলা করার কথাও ভাবছেন তাঁরা। প্রাথমিকে টেটের পর এবার কি তা হলে উচ্চপ্রাথমিকে এসএসির পরীক্ষাও মামলার জটে পড়তে চলেছে?
advertisement
রিপোর্টার- অর্ণব হাজরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: এবার উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও আশঙ্কা, তবে কি পিছিয়ে যাবে নিয়োগ?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement