আরও পড়ুনঃ ‘১০ লাখের মধ্যে ৭ থেকে ৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে’, কোভিশিল্ড নিয়ে বললেন ডঃ রমন গঙ্গাখেদকর
অন্য একটি একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫৬২৩ (গুয়াহাটি – শিয়ালদহ) ২ মে, ২০২৪ তারিখে গুয়াহাটি থেকে ২৩:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১৮:০০ ঘন্টায় শিয়ালদহ পৌঁছবে। একমুখী স্পেশাল ট্রেন নং. ০৫৬৬১ (গুয়াহাটি – আগরতলা) ৬ মে, ২০২৪ তারিখে গুয়াহাটি থেকে ১৮:৩০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১১:৩০ ঘন্টায় আগরতলা পৌঁছবে।ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড় – কলকাতা) স্পেশাল ৪ মে থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার ডিব্রুগড় থেকে ১৭:২০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:০০ ঘন্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা – ডিব্রুগড়) স্পেশাল ৫ মে থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার কলকাতা থেকে ২৩:৫০ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৩:৩০ ঘন্টায় ডিব্রুগড় পৌঁছবে।
advertisement
ট্রেনটি ধেমাজি, নর্থ লখিমপুর, বিশ্বনাথ চারিআলি, রাঙ্গাপাড়া নর্থ, রঙিয়া, কোকরাঝার, নিউ জলপাইগুড়ি, বারসোই, আজিমগঞ্জ, বান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য এসি-২ টিয়ার, এসি-৩ টিয়ার, শ্লিপার ও জেনারেল সিটিং কোচ থাকবে। ব্রহ্মপুত্রের উত্তর পার এবং অরুণাচল প্রদেশের আশ-পাশের এলাকার জনসাধারণও উপকৃত হবেন। এই স্পেশ্যাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
