TRENDING:

Suchana Seth: ৪ বছরের ফুটফুটে সন্তানকে কেন খুন করলেন সূচনা? প্রাক্তন স্বামীকে মেসেজ...রহস‍্যে নতুন মোড়

Last Updated:

চার বছরের ফুটফুটে সন্তানকে কেন ‘খুন’ করেছিলেন সুচনা শেঠ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চার বছরের ফুটফুটে সন্তানকে কেন ‘খুন’ করেছিলেন সূচনা শেঠ? এই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে? দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনায় এবার নতুন মোড়।
প্রাক্তন স্বামীকে মেসেজে লেখা...৪ বছরের ফুটফুটে সন্তানকে কেন খুন করলেন সূচনা? রহস‍্যে নতুন মোড়
প্রাক্তন স্বামীকে মেসেজে লেখা...৪ বছরের ফুটফুটে সন্তানকে কেন খুন করলেন সূচনা? রহস‍্যে নতুন মোড়
advertisement

নিজের চার বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগে আপাতত পুলিশি হেফাজতে বেঙ্গালুরুর একটি বেসরকারী কোম্পানির সিইও সূচনা শেঠ। পুলিশ সূত্রে খবর, ছেলেকে খুন করায় কোনও অনুশোচনা নেই অভিযুক্ত সূচনার। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ছেলের কাস্টডি নিয়ে সংঘাত চলছিল সূচনা।

আরও পড়ুন: নৃশংস মা! ৪ বছরের ছেলেকে খুন করে ব‍্যাগে ভরে…মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল দেশ

advertisement

পুলিশি তদন্তের ফলে জানা গিয়েছে, জানুয়ারির ৬ তারিখে প্রাক্তন স্বামী ভেঙ্কট রমনকে মেসেজ করেন সূচনা। পরের দিন তিনি ছেলের সঙ্গে দেখা করতে পারবেন ভেঙ্কট রমন, মেসেজে লেখা ছিল এমন তথ‍্যই। যদিও ছেলের সঙ্গে দেখা করতে পারেননি রমন, কারণ ছেলেকে নিয়ে ততক্ষণে বেঙ্গালুরু ছেড়ে চলে গিয়েছেন সূচনা। ফলে রমনও সেইদিন ইন্দোনেশিয়া পাড়ি দেন।

advertisement

প্রসঙ্গত, সূচনা এবং ভেঙ্কট রমন ২০২০ সালে তাদের ১০ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন। তখন থেকেই একমাত্র ছেলের কাস্টডি নিয়ে স্বামী-স্ত্রীর মধ‍্যে ঝামেলা শুরু হয়। আদালত ভেঙ্কট রমনকে প্রতি রবিবার ছেলের সঙ্গে দেখা করবার অনুমতি দেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

সূত্রের খবর অনুযায়ী, ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সূচনা শেঠের মানসিক স্বাস্থ‍্যের পরীক্ষা চলছে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন স্বামী ছেলের সঙ্গে দেখা করুকল তা হয়তো চাইতেন না সূচনা। ছেলেকে খুনের এটি সম্ভাব‍্য কারণ হতে পারে। তবে, এবিষয়ে এখনও তদন্ত চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Suchana Seth: ৪ বছরের ফুটফুটে সন্তানকে কেন খুন করলেন সূচনা? প্রাক্তন স্বামীকে মেসেজ...রহস‍্যে নতুন মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল