এদিন ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy on Modi Govt) লিখেছেন, ''মোদি সরকারের রিপোর্ট কার্ড: অর্থনীতি: ফেল, সীমান্ত সুরক্ষা: ফেল, বিদেশ নীতি: আফগানিস্তান ব্যর্থতা, জাতীয় নিরাপত্তা: পেগাসাস এনএসও, অভ্যন্তরীণ নিরাপত্তা: কাশ্মীর ব্যর্থতা, কে দায়ী: সুব্রহ্মণ্যম স্বামী।'' আর বিজেপি সাংসদের এই ট্যুইটের পরই জল্পনা আরও জোরদার হয়েছে, স্বামীরও গন্তব্য তবে কি তৃণমূল?
advertisement
সাম্প্রতিক কালে স্বামীর সঙ্গে বিজেপি-র সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূলে যোগ না দিলেও বিজেপি সাংসদের অবস্থান দিল্লি রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই ট্যুইটারে যেভাবে মোদি সরকারকে নিশানা করেছেন স্বামী, তাতেই শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: 'এটা প্রমাণ সাপেক্ষ', মমতার 'মাস্টারস্ট্রোকে' এখনও বিশ্বাস হচ্ছে না দিলীপ ঘোষের!
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দু' জনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বৈঠকও হয়৷ বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ই বিজেপি-র রাজ্যসভার সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সেই সময়ই স্বামীর সংক্ষিপ্ত জবাব ছিল, 'আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি৷ আলাদা করে তৃণমূলে যোগ দেওয়ার প্রয়োজন নেই৷' আর তারপরই মোদি সরকারের একাধিক নীতি নিয়ে সমালোচনা শুরু করলেন দলেরই নেতা।
আরও পড়ুন: মোদি নয়, 'এই' BJP নেতার সঙ্গে মমতার বৈঠক ঘিরে তীব্র জল্পনা! তোলপাড় দিল্লি
প্রসঙ্গত, গত মাসেই বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে সুব্রহ্মণ্যম স্বামীকে৷ তার আগে ও পরেও বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেছিলেন তিনি৷