TRENDING:

Subramanian Swamy on Modi Govt: এক ট্যুইটেই 'সব' বুঝিয়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী! মমতা-সাক্ষাতের পরই বিরাট পদক্ষেপ

Last Updated:

Subramanian Swamy on Modi Govt: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরে কয়েক ঘণ্টার মধ্যেই মোদি সরকারকে ট্যুইটারে তুলোধনা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: 'মমতার পাশেই আছি, নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই৷' বৃহস্পতিবার দেশের রাজধানী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক সেরে হঠাৎই এমনই শোরগোল ফেলা মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)৷ আর বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ তাহলে কি তৃণমূলেই যোগ দেবেন স্বামী? মুখে ''নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই'' বললেও তাই এই বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেই জল্পনায় রীতিমতো ঘি ঢেলে দিলেন স্বামী নিজেই। মমতার সঙ্গে সাক্ষাৎ সেরে কয়েক ঘণ্টার মধ্যেই মোদি সরকারকে ট্যুইটারে তুলোধনা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ (Subramanian Swamy on Modi Govt)।
এবার কি মমতার দলে স্বামী?
এবার কি মমতার দলে স্বামী?
advertisement

এদিন ট্যুইটারে সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy on Modi Govt) লিখেছেন, ''মোদি সরকারের রিপোর্ট কার্ড: অর্থনীতি: ফেল, সীমান্ত সুরক্ষা: ফেল, বিদেশ নীতি: আফগানিস্তান ব্যর্থতা, জাতীয় নিরাপত্তা: পেগাসাস এনএসও, অভ্যন্তরীণ নিরাপত্তা: কাশ্মীর ব্যর্থতা, কে দায়ী: সুব্রহ্মণ্যম স্বামী।'' আর বিজেপি সাংসদের এই ট্যুইটের পরই জল্পনা আরও জোরদার হয়েছে, স্বামীরও গন্তব্য তবে কি তৃণমূল?

advertisement

সাম্প্রতিক কালে স্বামীর সঙ্গে বিজেপি-র সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূলে যোগ না দিলেও বিজেপি সাংসদের অবস্থান দিল্লি রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই ট্যুইটারে যেভাবে মোদি সরকারকে নিশানা করেছেন স্বামী, তাতেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন: 'এটা প্রমাণ সাপেক্ষ', মমতার 'মাস্টারস্ট্রোকে' এখনও বিশ্বাস হচ্ছে না দিলীপ ঘোষের!

advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রহ্মণ্যম স্বামী৷ দু' জনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বৈঠকও হয়৷ বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ই বিজেপি-র রাজ্যসভার সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন? সেই সময়ই স্বামীর সংক্ষিপ্ত জবাব ছিল, 'আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি৷ আলাদা করে তৃণমূলে যোগ দেওয়ার প্রয়োজন নেই৷' আর তারপরই মোদি সরকারের একাধিক নীতি নিয়ে সমালোচনা শুরু করলেন দলেরই নেতা।

advertisement

আরও পড়ুন: মোদি নয়, 'এই' BJP নেতার সঙ্গে মমতার বৈঠক ঘিরে তীব্র জল্পনা! তোলপাড় দিল্লি

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রসঙ্গত, গত মাসেই বিজেপি-র জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে সুব্রহ্মণ্যম স্বামীকে৷ তার আগে ও পরেও বিভিন্ন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরে অনুমতি না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেছিলেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Subramanian Swamy on Modi Govt: এক ট্যুইটেই 'সব' বুঝিয়ে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী! মমতা-সাক্ষাতের পরই বিরাট পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল