TRENDING:

Subhas Sarkar on Saugata Roy: 'অনুব্রতর ভাষায় কথা বলছেন', সৌগত রায়কে 'পাঠ' শেখাতে চান কেন্দ্রীয় মন্ত্রী!

Last Updated:

একদিন আগেই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, তাঁকে ধরে রাখা কঠিন। যেদিন মন চাইবে তিনি অবসর নিয়ে নেবেন বলে জানিয়েছেন তাপস রায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অধ্যাপক তথা তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে 'ভাষার পাঠ' দিতে চান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা সুভাষ সরকার। সৌগত রায় বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।
তৃণমূল সাংসদ সৌগত রায়৷
তৃণমূল সাংসদ সৌগত রায়৷
advertisement

সৌগত রায় প্রসঙ্গ তুলে ধরে আজ নয়া দিল্লিতে সাংবাদিকদের সুভাষ সরকার বলেন, "পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা লজ্জাজনক জায়গায় পৌঁছে গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন। শিক্ষক দিবসে রাজ্যের কাছে এর থেকে লজ্জার আর কী হতে পারে?"

একদিন আগেই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, তাঁকে ধরে রাখা কঠিন। যেদিন মন চাইবে তিনি অবসর নিয়ে নেবেন বলে জানিয়েছেন তাপস রায়। দিন কয়েক আগে একই সুরে রাজনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন আমলা জহর সরকার। বাড়ি থেকে রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলেও সংবাদ মাধ্যমের দাবি করেন জহর সরকার।

advertisement

আরও পড়ুন: অমিত শাহের নির্দেশে বিএসএফের নজরদারিতে গরু পাচার কমেছে... পরিসংখ্যান তুলে ধরে দাবি শুভেন্দু অধিকারীর

আজ এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বলেন, 'জহর সরকারের মতো তাপস রায়েরও হঠাৎ করে শুভবুদ্ধির উদয় হয়েছে।'

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার জাতীয় শিক্ষক দিবসে দেশের ৪৫ জন শিক্ষককে সম্মানিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাঁকুড়ার জয়পুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত সম্মানিত হয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য নানান ধরনের সৃষ্টিশীল পদ্ধতি তৈরির কারণে তাঁকে সম্মানিত করেছেন রাষ্ট্রপতি। শুধুমাত্র পুঁথিগত পড়াশোনা করে পরীক্ষার নম্বর পাওয়াই নয়, পড়ুয়াদের মনে যাতে কৌতূহল সৃষ্টি করা যায়, কোনও বিষয়ের গভীরে যাওয়ার মানসিকতা তৈরি হয়, সেই বিষয়ে অসামান্য অবদান রেখেছেন বুদ্ধদেব দত্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

করোনা কালে পড়ুয়াদের বাড়িতে গিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করেছেন তিনি। জয়পুর প্রাথমিক বিদ্যালয়েই পড়াশোনা করেছেন বুদ্ধদেব দত্ত। বর্তমানে সেই স্কুলেরই শিক্ষক তিনি। তাঁর সম্মাননায় গর্বিত বাঁকুড়ারই সাংসদ সুভাষ সরকার।

বাংলা খবর/ খবর/দেশ/
Subhas Sarkar on Saugata Roy: 'অনুব্রতর ভাষায় কথা বলছেন', সৌগত রায়কে 'পাঠ' শেখাতে চান কেন্দ্রীয় মন্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল