TRENDING:

পরীক্ষা কেন্দ্র নিয়ে ভুল তথ্য স্কুলের, বিপাকে পাতিপুকুরের ২২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

Last Updated:

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিপাকে২২ পরীক্ষার্থী ৷ এদিন স্কুলের তরফ থেকে পরীক্ষা কেন্দ্র নিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছয় যায় তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিপাকে ২২ পরীক্ষার্থী ৷  পাতিপুকুর পল্লিশ্রী বিদ্যালয়ের গাফিলতিতে ভুল পরীক্ষা কেন্দ্রে চলে যান ২২ জন। পরীক্ষা শুরুর সময় তারা গণ্ডগোল বুঝতে পারে। লেকটাউনের আদ্যনাথ শিক্ষামন্দির থেকে তড়িঘড়ি ওই ছাত্ররা যায় দমদম পার্ক আদর্শ বিদ্যামন্দিের। পুলিশের উদ্যোগে সঠিক কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয় ওই পড়ুয়ারা। তবে তাদের ১৫ মিনিট লেট হয়ে যায়। এই পরিস্থিতির জন্য পাতিপুকুর পল্লিশ্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুষেছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তবে অভিযুক্ত শিক্ষক ভুল মানলেও তাঁর দাবি একজনের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে।
advertisement

অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই চূড়ান্ত নাজেহাল পড়তে হয় ধূপগুড়ির মাগুরমারি অঞ্চলের পরীক্ষার্থীদের । রাস্তায় দাঁড়িয়ে শতাধিক আলুর গাড়ি। আর তার জেরেই রাজ্য সড়কে তীব্র যানজট পড়তে হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮,২৬,০২৬। গত বছরের তুলনায় ৫৩ হাজার বেশি। মাধ্যমিকের থেকে শিক্ষা নিয়ে উচ্চমাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্রের জালিয়াতি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। পরীক্ষাকেন্দ্র, প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা খতিয়ে দেখতে নিয়োগ করা হয়েছে ভেনু সুপারভাইসর ও স্পেশাল অবজার্ভার। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য রয়েছে আরএ ফরম্যাট।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পরীক্ষা কেন্দ্র নিয়ে ভুল তথ্য স্কুলের, বিপাকে পাতিপুকুরের ২২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা