আরও পড়ুনঃ সুখবর বিমানযাত্রীদের জন্য! ১০-৩০ মিনিটের মধ্যে দিতে হবে লাগেজ, নয়া নিয়ম বিসিএসের
সংবাদমাধ্যমের, প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, গত ১১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল রচিত সোন্ধিয়া। আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা জেইই পরীক্ষার্থী রচিত রাজস্থানের কোটায় পড়াশোনা করছিল। একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে যে, রচিতকে শেষ বার গারাদিয়া মহাদেব মন্দিরের নিকটবর্তী এক জঙ্গলে প্রবেশ করতে দেখা গিয়েছিল। পরীক্ষার কথা বলে হোস্টেল থেকে বেরিয়েছিল সে। পুলিশ জানিয়েছে, চম্বল উপত্যকার দুর্গম এবং বিচ্ছিন্ন এলাকা থেকে রচিতের দেহ উদ্ধার হয়েছে।
advertisement
এদিকে প্রায় এক সপ্তাহ ধরে ছেলের খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন রচিতের মা-বাবা। ছেলের পোস্টার বানিয়ে চারিদিকে ছড়িয়ে দেন তাঁরা, যাতে তাড়াতাড়ি রচিতের খোঁজ পাওয়া সম্ভব হয়। এমনকী শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের দ্বারস্থও হয়েছিল ওই ছাত্রের পরিবার। এই ঘটনায় মন্ত্রীর হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন তাঁরা।
এখানেই শেষ নয়, গত সপ্তাহ থেকে নিখোঁজ কোটার আরও এক পড়ুয়া। যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গত ২ বছর ধরে কোটার ইন্দ্র বিহারের হোস্টেলে থাকছিলেন জেইই পরীক্ষার্থী পীযূষ কাপাসিয়া। গত ১৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ তিনি। এমনিতে পড়ুয়াদের অস্বাভাবিক মৃত্যুর কারণে বারবার খবরের শিরোনামে উঠে আসছে রাজস্থানের কোটা।
সম্প্রতি নিজের পিজি-র ঘরে আত্মহত্যা করেছিলেন কোটার কোচিং সেন্টারের ১৮ বছর বয়সী এক ছাত্র। জানা গিয়েছে যে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, শুভ চৌধুরী নামে ওই ছাত্র ঝাড়খণ্ডের বাসিন্দা। দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পাওয়ার জন্য কোটায় প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমনকী ২ বছর ধরে সেখানেই ছিলেন। চলতি বছর কোটায় এটা ছিল চতুর্থ আত্মহত্যার ঘটনা।