TRENDING:

Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে

Last Updated:

চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগ্রা:  জীবন্ত সমাধি দেওয়ার পরও প্রাণে বেঁচে ফিরলেন আগ্রার এক যুবক। তাও আবার পথকুকুরদের কল্যাণে। ২৪ বছরের সেই যুবকের নাম রূপ কিশোর। জমি সংক্রান্ত এক সমস্যায় ৪ জন মিলে মারধর করে রূপকে মাটিতে পুঁতে দিয়েছিল বলে অভিযোগ। এর পর তাঁকে খুঁড়ে বের করে পথকুকুররা, এমনই জানান রূপ।
মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে খুঁজে পেল পথকুকুররা! কী ভাবে?
মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে খুঁজে পেল পথকুকুররা! কী ভাবে?
advertisement

ঘটনাটি ঘটে আগ্রার আরটোনি এলাকায়। অঙ্কিত, গৌরব, করণ, আকাশ নামের চার যুবক রূপকে আক্রমণ করে এমন মারে যাতে তিনি অজ্ঞান হয়ে যান। এতে সেই চার যুবক মনে করেছিল রূপের মৃত্যু হয়েছে। তারা রূপকে একটি ফার্ম হাউজের জমিতে কবর দিয়ে দিয়েছিল। এর পর পথকুকুররা খুঁড়ে বের করে রূপকে। তিনি তখন জ্ঞান ফিরে পান। কুকুরগুলি তাঁর গায়ে মুখ দিচ্ছিল বলে জানান তিনি। তবে উঠে দাঁড়িয়ে এক সময় হাঁটতে শুরু করেন রূপ। কিছু দূর গিয়ে স্থানীয়দের কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি। স্থানীয়রা রূপকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন রূপ।

advertisement

রূপের বাড়ির লোকেরা দুশ্চিন্তায় ছিলেন। যদিও বিপদের আঁচ পেয়েছিলেন তাঁর মা। রূপের মা জানান, ওই ৪ যুবক রূপকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল।

 আরও পড়ুন- ৩ আইএএস প্রার্থীর মৃত্যুতে বড় পদক্ষেপ দিল্লির কোচিং সেন্টারগুলির! ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিনামূল্যে পাঠ

রূপকে নির্মম ভাবে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তাঁর। শ্বাসরোধ করে এর পর তাঁকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, জানান রূপের মা। যদিও সেই অভিযুক্তরা এখন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Stray Dogs Rescue Agra Man: অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল