TRENDING:

Indian Railways: দুরন্ত গতিতে ছুটছিল ট্রেন, আচমকা ব্রেক কষলেন লোকো পাইলট, রেললাইনে যা ছড়িয়ে পড়েছিল...! বিপজ্জনক ষড়যন্ত্র, বাঁচল শত শত প্রাণ

Last Updated:

Indian Railways: তিন ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এই সময় ডিজিটাল ডেস্ক রেলের আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) ও টেকনিক্যাল স্টাফরা ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাক পরীক্ষা শুরু করে। কর্মীরা তৎক্ষণাৎ ট্র্যাক থেকে সমস্ত পাথর সরিয়ে লাইনটি ভালভাবে পরীক্ষা করে দেখেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাইবাসা: গাফিলতি ও দুষ্টুমির জেরে বড়সড় দুর্ঘটনা এড়াল চক্রধরপুর রেল ডিভিশনে। ঘটনাটি ঘটেছে সোনায়া ও তুনিয়া স্টেশনের মাঝে ইতোয়ারি এক্সপ্রেস ট্রেনের সামনে, যার ফলে ট্রেনটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। চালকের সময়োপযোগী সতর্কতা এবং রেলপথের তাত্ক্ষণিক পদক্ষেপের ফলে শত শত যাত্রীর জীবন রক্ষা পায়। জানা গিয়েছে, গভীর রাতে তুনিয়া স্টেশন থেকে সোনুয়ার দিকে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পথে হঠাৎ এক ঝাঁকুনিতে ট্রেনটি কাঁপতে শুরু করে এবং চালক বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ট্রেনের গতি কমিয়ে দেন এবং সোনুয়া স্টেশনকে ঘটনাটি জানান। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল।
ভারতীয় রেল। ছবিঃ এআই।
ভারতীয় রেল। ছবিঃ এআই।
advertisement

সোনুয়া-তুনিয়া শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এই সময় ডিজিটাল ডেস্ক রেলের আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) ও টেকনিক্যাল স্টাফরা ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাক পরীক্ষা শুরু করে। কর্মীরা তৎক্ষণাৎ ট্র্যাক থেকে সমস্ত পাথর সরিয়ে লাইনটি ভালভাবে পরীক্ষা করে দেখেন। রেলের কর্তারা বলছেন, এটা নিছক গাফিলতি নয়, মারাত্মক দুর্বৃত্তায়ন। চালকরা সময়মতো সতর্ক না হলে ট্রেন লাইনচ্যুত হয়ে বিপুল প্রাণহানির ঘটনা ঘটতে পারত। বর্তমানে আরপিএফ এই মামলার তদন্ত করছে এবং আশেপাশের গ্রাম ও এলাকায় তদন্ত করে দোষীদের খুঁজে বের করছে।

advertisement

আরও পড়ুনঃ আছড়ে ফেলল মাটিতে, কামড়ে ফালা ফালা ১৫ মাসের শিশুর শরীর! ডে কেয়ারের মহিলা কর্মীর ভয়ঙ্কর আচরণ, সিসি ক্যামেরার ফুটেজ ভয় ধরাবে

আরও পড়ুনঃ কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি ‘৫’ অপরূপ জায়গা, দিগন্ত বিস্তৃত জলরাশি, নৌকাবিহার কী নেই! সপ্তাহান্তে ঘুরে আসুন

সেরা ভিডিও

আরও দেখুন
রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শনের পরেই কাজে গতি! মিনি এয়ারপোর্ট-এর অপেক্ষায় মালদহ স্টেশন
আরও দেখুন

স্থানীয়রা বলছেন, প্রতিদিন এই রুট দিয়ে অনেক যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন যাতায়াত করে, তাই ট্র্যাকে এমন আচরণ যাত্রীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। রেলওয়ে জনসাধারণকে যে কোনও সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর জন্য আবেদন করেছে। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যে ট্রেন চলাচলে গাফিলতির কোনও সুযোগ নেই এবং নিরাপত্তার সামান্য গাফিলতিও বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: দুরন্ত গতিতে ছুটছিল ট্রেন, আচমকা ব্রেক কষলেন লোকো পাইলট, রেললাইনে যা ছড়িয়ে পড়েছিল...! বিপজ্জনক ষড়যন্ত্র, বাঁচল শত শত প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল