TRENDING:

Vande Bharat Express: যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর

Last Updated:

চিড় ধরা ওই কাচের জানলাটি বদলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাত: ফের বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রায় বিপত্তি৷ এবার পাথর ছোড়া হল ট্রেন লক্ষ্য করে৷ তার থেকেও বড় কথা, যে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, সেটিতে সওয়ার ছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ তার উপর এই ঘটনা ঘটেছে ভোটমুখী গুজরাতে৷
বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি৷ (ডান দিকে) পাথরের আঘাতে চিড় ধরা জানলা৷
বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি৷ (ডান দিকে) পাথরের আঘাতে চিড় ধরা জানলা৷
advertisement

এআইএমআইএম বা মিম-এর নেতারা জানাচ্ছেন, ভোট প্রচারের জন্য সোমবার বিকেলে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে দলীয় কয়েকজন নেতার সঙ্গে আহমেদাবাদ থেকে সুরাত যাচ্ছিলেন ওয়াইসি৷ তখনই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ যার ফলে ট্রেনের জানলার কাচে চিড় ধরে৷

আরও পড়ুন: আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণে সবুজ সঙ্কেত, সুপ্রিম কোর্টে বড় জয় পেল মোদি সরকার

advertisement

যদিও ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে রেল৷ রেল কর্তাদের দাবি, রেল লাইনের পাশে নির্মাণ কাজ চলাকালীন পাথর জাতীয় কিছু ছিটকে এসেই এই বিপত্তি ঘটেছে৷ ভারুচ জেলায় ওঙ্কলেশ্বরের কাছে এই ঘটনাটি ঘটেছে৷ পশ্চিম রেলের এসপি রাজেশ পারমারের দাবি, ওই জায়গায় রেলেরই কিছু নির্মাণ কাজ চলছিল৷ ওই পুলিশ কর্তার আরও দাবি, ঘটনার সময় আসাদউদ্দিন ওয়াইসি জানলার পাশেও বসেছিলেন না৷

advertisement

আরও পড়ুন: ভোটের আগেই হিমাচলে বড় ধাক্কা কংগ্রেসের, একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ নেতা

ইতিমধ্যেই চিড় ধরা ওই কাচের জানলাটি বদলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল পুলিশ৷ ওয়াইসি যে কামরায় ছিলেন, সেখানে আরপিএফ-এর ছ'জন এবং জিআরপি-র তিনজন জওয়ান কামরার চারটি দরজায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে পশ্চিম রেলের পুলিশ সুপার জানিয়েছেন৷

advertisement

advertisement

যদিও গুজরাতে ভোট প্রচারে এই ঘটনাকে হাতিয়ার করেছেন মিম নেতারা৷ এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান গতকাল রাতেই সুরাতে দাবি করেন, ই-২ কামরার জানলা লক্ষ্য করে পর পর দু'টি পাথর ছোড়া হয়৷ ওই কামরাতেই আসাদউদ্দিন ওয়াইসি ছিলেন৷ জানলার কাচ ভেঙে পাথর দু'টি ভিতরে ঢোকার পক্ষে যথেষ্ট ছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মিম নেতা আরও বলেন, 'এসব কী হচ্ছে মোদিজি? একেক সময় ট্রেনের তলায় জন্তু জানোয়ার কাটা পড়ছে৷ আজকে আমরা যখন সুরাত থেকে কুড়ি- পঁচিশ কিলোমিটার দূরে ছিলাম, তখন ট্রেনের জানলায় পাথর ছোড়া হল৷ ওয়াইসি সেই সময় ওই কামরাতেই বসেছিলেন৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express: যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল