TRENDING:

Vande Bharat Express: যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর

Last Updated:

চিড় ধরা ওই কাচের জানলাটি বদলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাত: ফের বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রায় বিপত্তি৷ এবার পাথর ছোড়া হল ট্রেন লক্ষ্য করে৷ তার থেকেও বড় কথা, যে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে, সেটিতে সওয়ার ছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ তার উপর এই ঘটনা ঘটেছে ভোটমুখী গুজরাতে৷
বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি৷ (ডান দিকে) পাথরের আঘাতে চিড় ধরা জানলা৷
বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি৷ (ডান দিকে) পাথরের আঘাতে চিড় ধরা জানলা৷
advertisement

এআইএমআইএম বা মিম-এর নেতারা জানাচ্ছেন, ভোট প্রচারের জন্য সোমবার বিকেলে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে দলীয় কয়েকজন নেতার সঙ্গে আহমেদাবাদ থেকে সুরাত যাচ্ছিলেন ওয়াইসি৷ তখনই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়৷ যার ফলে ট্রেনের জানলার কাচে চিড় ধরে৷

আরও পড়ুন: আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণে সবুজ সঙ্কেত, সুপ্রিম কোর্টে বড় জয় পেল মোদি সরকার

advertisement

যদিও ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে রেল৷ রেল কর্তাদের দাবি, রেল লাইনের পাশে নির্মাণ কাজ চলাকালীন পাথর জাতীয় কিছু ছিটকে এসেই এই বিপত্তি ঘটেছে৷ ভারুচ জেলায় ওঙ্কলেশ্বরের কাছে এই ঘটনাটি ঘটেছে৷ পশ্চিম রেলের এসপি রাজেশ পারমারের দাবি, ওই জায়গায় রেলেরই কিছু নির্মাণ কাজ চলছিল৷ ওই পুলিশ কর্তার আরও দাবি, ঘটনার সময় আসাদউদ্দিন ওয়াইসি জানলার পাশেও বসেছিলেন না৷

advertisement

আরও পড়ুন: ভোটের আগেই হিমাচলে বড় ধাক্কা কংগ্রেসের, একসঙ্গে বিজেপি-তে যোগ দিলেন ২৬ নেতা

ইতিমধ্যেই চিড় ধরা ওই কাচের জানলাটি বদলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছে রেল পুলিশ৷ ওয়াইসি যে কামরায় ছিলেন, সেখানে আরপিএফ-এর ছ'জন এবং জিআরপি-র তিনজন জওয়ান কামরার চারটি দরজায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে পশ্চিম রেলের পুলিশ সুপার জানিয়েছেন৷

advertisement

advertisement

যদিও গুজরাতে ভোট প্রচারে এই ঘটনাকে হাতিয়ার করেছেন মিম নেতারা৷ এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান গতকাল রাতেই সুরাতে দাবি করেন, ই-২ কামরার জানলা লক্ষ্য করে পর পর দু'টি পাথর ছোড়া হয়৷ ওই কামরাতেই আসাদউদ্দিন ওয়াইসি ছিলেন৷ জানলার কাচ ভেঙে পাথর দু'টি ভিতরে ঢোকার পক্ষে যথেষ্ট ছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মিম নেতা আরও বলেন, 'এসব কী হচ্ছে মোদিজি? একেক সময় ট্রেনের তলায় জন্তু জানোয়ার কাটা পড়ছে৷ আজকে আমরা যখন সুরাত থেকে কুড়ি- পঁচিশ কিলোমিটার দূরে ছিলাম, তখন ট্রেনের জানলায় পাথর ছোড়া হল৷ ওয়াইসি সেই সময় ওই কামরাতেই বসেছিলেন৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express: যাত্রী ওয়াইসি, গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় উড়ে এল পাথর! বড় অভিযোগ মিম-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল