দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কুম্ভে যাওয়ার জন্য দুটি ট্রেন দেরিতে চলছিল, সেই কারণে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় ছিল। তার পর একটা সময় স্টেশনে প্রচণ্ড ভিড়ের কারণে বহু মানুষের পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ অবশ্য পদপিষ্ট হওয়ার মতো ঘটনার কথা অস্বীকার করেছে।
আরও পড়ুন- শুধু টাকা নয়, উদ্ধার সোনার পাহাড়! পরিচারকও কোটিপতি! আয়কর অভিযানে মাথায় হাত আধিকারিকদের
advertisement
উত্তর রেলওয়ের সিপিআরও হিমাংশু উপাধ্যায় বলেছেন, “নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে কখনওই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এটা একটা গুজব মাত্র। উত্তর রেলওয়ে প্রয়াগরাজের জন্য দুটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছিল। ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচুর ভিড় হয়েছিল। রাত ৮টা নাগাদ প্রত্যাশার চেয়ে বেশি ভিড় হয়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুটি বিশেষ ট্রেন চালানো হয়েছে। আরও বিশেষ ট্রেন চালানো হবে।”
আরও পড়ুন- নবজাতক মেয়ে! গলা কেটে আবর্জনায় ফেলেছিল ঠাকুমা, অবিশ্বাস্য লড়াই জারি পিহুর…
রেলওয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “বেশি ভিড়ের কারণে কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছিল, পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রেনে ভিড়ের পরিপ্রেক্ষিতে দুটি বিশেষ ট্রেন চালানো হয়েছে, আরও ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।” জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রচুর সংখ্যক রেল পুলিশ রয়েছে। দিল্লি পুলিশের দলও স্টেশনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আপাতত। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।