TRENDING:

নিয়োগের দাবিতে এবার থালা বাজিয়ে প্রতিবাদ বিক্ষোভ হবু শিক্ষকদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একের পর এক জটিলতায় বিলম্বিত রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৷ বারংবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে উঠছে নিয়মভঙ্গের অভিযোগ ৷ অনিশ্চয়তায় রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীদের ভবিষ্যত ৷ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বার বার এমন বাধায় ক্ষুব্ধ এসএসসি চাকরিপ্রার্থীরা ৷ অবিলম্বে নিয়োগের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভের সিদ্ধান্ত নিলেন চাকরিপ্রার্থীরা ৷
advertisement

বুধবার বিকাশ ভবন অভিযান করলেন এসএসসি প্রার্থীরা ৷ অবিলম্বে চাকরি ও নিয়োগের দাবিতে ব্যানার হাতে, থালা বাজিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান রাজ্যের কয়েকশো হবু শিক্ষক ৷ তাদের দাবি, শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে কাউন্সেলিং ৷ একইসঙ্গে নিয়োগে স্বচ্ছতা রক্ষায় পুরো প্রক্রিয়া ওয়েবসাইটে প্রকাশের দাবি তোলেন শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা ৷

advertisement

আরও পড়ুন 

নৃশংস! বুকে পিস্তল ঠেকিয়ে স্বামীর কান কেটে নিলেন স্ত্রী

এই মুহূর্তে আদালতে এসএসসি-র নিয়মভঙ্গের অভিযোগ তুলে দায়ের একাধিক মামলা ৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ না করে কাউন্সেলিংয়ের ডাক দেওয়ায় মামলা দায়ের করেছিলেন চাকরিপ্রার্থীরা ৷ তাতে কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷ পরে আদালতের নির্দেশ মতো মেধাতালিকা প্রকাশ করা হলেও তাতে নির্দিষ্ট স্কোর কার্ড না থাকায় ফের অস্বচ্ছতার অভিযোগ তুলে ফের গতকাল অর্থাৎ মঙ্গলবার দায়ের হয় একটি মামলা ৷ এছাড়া ২০১২ সালের উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্যানেলে নাম থাকা সত্ত্বেও কাউন্সেলিংয়ে ডাক না পাওয়ার অভিযোগে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হন ৷

advertisement

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘বিয়ে মানেই এটা নয় যে, যৌনসঙ্গমের জন্য সবসময় তৈরি থাকতে হবে’

বাংলা খবর/ খবর/দেশ/
নিয়োগের দাবিতে এবার থালা বাজিয়ে প্রতিবাদ বিক্ষোভ হবু শিক্ষকদের