মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাহোবায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কানপুর-সাগর হাইওয়ে এনএইচ ৮৬ দিয়ে স্কুটার চালিয়ে বাজারে যাচ্ছিলেন বছর সাতষট্টির উদিত নারায়ণ চৌনসোরিয়া। সঙ্গে ছিল তাঁর ৬ বছরের নাতি সাত্ত্বিক। পথে হঠাৎই দুর্ঘটনা।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ফের টার্গেট কিলিং! পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু কাশ্মীরি পণ্ডিতের
advertisement
বাজারে পৌঁছনোর ঠিক আগেই উদিতদের স্কুটারকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি ডাম্পার। সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে যান উদিত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু এর পরেও থামেননি ডাম্পার চালক। উদিতের স্কুটারটি ডাম্পারের নীচে আটকে থাকা অবস্থাতেই এগিয়ে চলে ডাম্পার। সেই স্কুটারে আটকে পড়েছিল ৬ বছরের সাত্ত্বিক। প্রায় ২ কিলোমিটার তাঁকে ওইভাবেই টেনে হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটির চালক।
[video width="352" height="640" mp4="https://images.news18.com/static-bengali/2023/02/mahoba-truck-scooty-accident-hit-and-drag-viral-video.mp4"][/video]
পরে স্থানীয়রা ডাম্পারটির পিছনে ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলেন। গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় চালককে। উদ্ধার করা হয় শিশুটিকেও। কিন্তু ততক্ষণে সব শেষ।
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
বর্ষশেষের রাতে দিল্লির সুলতানপুরীতে একটি গাড়ি স্কুটার আরোহী অঞ্জলি সিংহ নামে এক তরুণীকে ধাক্কা মারার পর ১৩ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল তরুণীর। দিল্লির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।