Target Killing‍‍|| Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে ফের টার্গেট কিলিং! পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু কাশ্মীরি পণ্ডিতের

Last Updated:

গত চারমাসে এই নিয়ে দ্বিতীয় বার সাধারণ মানুষকে টার্গেট করল জঙ্গিরা। গত বছরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন একাধিক কাশ্মীরি পণ্ডিত।

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের টার্গেট কিলিং। অন্যান্য ছুটির দিনের মতোই রবিবার সকাল ১০টা নাগাদ বাজারে যাচ্ছিলেন আচানের বাসিন্দা সঞ্জয় শর্মা। তখনই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সঞ্জয়। আশপাশের লোকজনকে তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি স্থানীয় একটি ব্যাঙ্কে সিকিওরিটির কাজ করতেন বলে জানা গিয়েছে।
এদিন ঘটনার কথা জানিয়ে ট্যুইট করে কাশ্মীর পুলিশ। জানানো হয়, 'সংখ্যালঘু এক ব্যক্তিকে গুলি করেছে জঙ্গিরা। মৃত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। রবিবার সকালে পুলওয়ামার আচান বাজারে যাওয়ার পথে তাঁর উপরে হামলা চালানো হয়।' একই সঙ্গে কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পর পরই এলাকার সংখ্যালঘু বাসিন্দাদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে তারা। আততায়ীর খোঁজে চিরুণী তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
গত চারমাসে এই নিয়ে দ্বিতীয় বার সাধারণ মানুষকে টার্গেট করল জঙ্গিরা। গত বছরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন একাধিক কাশ্মীরি পণ্ডিত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Target Killing‍‍|| Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে ফের টার্গেট কিলিং! পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু কাশ্মীরি পণ্ডিতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement