ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার সকালে হিসার-দিল্লি ৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটছিল স্কুলবাসটি। সেই সময় তাতে ছিল ৪০ জন পড়ুয়া। প্রবল বেগে ধাবমান বাসটি একাধিক গাড়িকে ধাক্কা মেরে এগিয়ে যায়। এর মধ্যে ছিল একটি বাইকও। ওই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন বাইক আরোহী। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এমনকী ওই সময় একটি গাড়িকেও জোর ধাক্কা মারে বাসটি। গাড়িতে ছিলেন ২ জন মহিলা। যদিও তাঁরা এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন। এরপরে বাসটি পাশাপাশি ছুটে চলা একটি ট্রাকে গিয়ে সোজাসুজি সজোরে ধাক্কা মারে। যদিও ট্রাকটি চলছিল মন্থর গতিতেই।
advertisement
এই ঘটনার পরেই তীব্র জনরোষের মুখে পড়েন স্কুলবাসটির চালক। সকলে দাবি তুলতে থাকেন যে, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও স্কুলের প্রিন্সিপাল মঞ্জু বালা অবশ্য দাবি করেন যে, স্কুলবাসের চালক খুবই ভদ্র প্রকৃতির মানুষ। এই দুর্ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। মঞ্জু বালা তাঁর স্কুলের সহকর্মীদের নিয়ে ছুটে গিয়েছিলেন। এরপর তাঁরা আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে পুলিশ সূত্রে খবর, বাসের আরোহী ৪০ জন পড়ুয়া অক্ষতই রয়েছে।
এটাই প্রথম নয়, এর আগেও ঘটেছে এহেন ঘটনা। গত এপ্রিল মাসে হরিয়ানার নারনলের কাছে একটি গ্রামে উল্টে গিয়েছিল একটি স্কুলবাস। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিল ৬ জন শিশু। আর জখম হয়েছিল বেশ কয়েক জন। অভিযোগ, ঈদ-উল-ফিতরের সরকারি ছুটির দিনেও কার্যক্রম চলছিল স্কুলটির।