অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ ও দিগ্বীজয় সিংয়ের রাজ্যসভায় মেয়াদ শেষ হবে শীঘ্রই৷ সে ক্ষেত্রে কংগ্রেস ওই শূন্যপদে রাজ্যসভায় সাংসদ পাঠাবে৷ কংগ্রেসের কোটায় রয়েছে ছত্তীসগড়, রাজস্থান ও ঝাড়খণ্ড৷ এ হেন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে রাজ্যসভায় পাঠানো নিয়ে শুরু হয়েছে জল্পনা কংগ্রেসের অন্দরে৷ ছত্তীসগড়ের কংগ্রেস নেতারা চাইছেন প্রিয়াঙ্কা তাঁদের রাজ্য থেকে রাজ্যসভায় মনোনীত হোক৷
advertisement
কিন্তু এ ক্ষেত্রে কংগ্রেসের শাঁখের করাত হতে পারে৷ রাহুল গান্ধি যদি কংগ্রেসের সভাপতিপদের দায়িত্ব নেন ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে যদি রাজ্যসভার সাংসদ করা হয়, তা হলে কংগ্রেসের পরিবারতন্ত্রের অভিযোগে সরব হবেন বিরোধীরা৷ প্রিয়াঙ্কা বর্তমানে দলের উত্তরপ্রদেশের সংগঠনের দায়িত্বে৷ ফলে প্রিয়াঙ্কা রাজ্যসভায় চলে গেলে উত্তরপ্রদেশে সংগঠন দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না কংগ্রেস৷
কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের মধ্যে গুলাম নবি আজাদ ফের রাজ্যসভায় যাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত৷ কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, করুণা শুক্লা, রণদীপ সিং সুরজেওয়ালা ও ভূপিন্দর সিং হুডাদের রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷