জীবনদায়ী ওষুধের সাহায্যে আইসিইউ- তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেরও প্রয়োজন হচ্ছিল। কিন্তু রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলেই খবর। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেও মুলায়মের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। ফলে প্রিয় নেতাকে নিয়ে সমাজবাদী পার্টির সদস্য, সমর্থকদের উদ্বেগ বেড়েছে।
আরও পড়ুন- অগ্নিমূল্য বাজারে দর করে সবজি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, দেখুন
advertisement
মুলায়ম সিং যাদবকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতালে গিয়ে নিয়মিত বাবার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুলায়ম পুত্র অখিলেশ সিং যাদব। মুলায়মের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বড় দল গঠন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত আশার আলো দেখাতে পাননি তাঁরা।
গত ২২ অগাস্ট থেকে গুরুগ্রামের এই হাসপাতালে ভর্তি রয়েছেন মুলায়ম। গত ২ অক্টোবর তাঁকে আইসিইউ - তে স্থানান্তরিত করতে হয়। অক্সিজেনের অভাব এবং রক্তচাপ কমে যাওয়ার সমস্যাই চিকিৎসকদের চিন্তায় রেখেছে।
আরও পড়ুন- নৃশংস! প্রেমিকাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল প্রেমিক! ঝাড়খণ্ডের ঘটনায় তোলপাড়......
মুলায়মের আরোগ্য কামনায় উত্তর প্রদেশ জুড়ে যজ্ঞ, পুজো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের ব্যবস্থা করেছেন নেতাজির অনুগামীরা। তাঁদের আশা, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসবেন ৮২ বছরের মুলায়ম সিং যাদব।