TRENDING:

Yogi in Ghaziabad: হজ হাউজ গড়েছিল সপা, ৯৪ কোটি টাকা দিয়ে মানসরোবর ভবন গড়েছে বিজেপি: যোগী আদিত্যনাথ

Last Updated:

UP Elections 2022: উত্তরপ্রদেশে আগের সরকার গাজিয়াবাদে একটি হজ হাউস তৈরি করেছিল। বিজেপি সরকার ৯৪ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুবিধা সহ গাজিয়াবাদে কৈলাস মানসরোবর ভবন নির্মাণ করেছে।” হিন্দিতে ট্যুইট করেছেন আদিত্যনাথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: যত ঘনিয়ে আসছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Poll) ততই আক্রমণ তীব্রতর করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। শনিবার সমাজবাদী পার্টিকে (Samajwadi Party) ফের কটাক্ষ করে যোগী জানিয়েছেন, আগের সরকার একটি হজ হাউজ তৈরি করেছিল। আর বিজেপির শাসনে গাজিয়াবাদে একটি মানসরোবর ভবন তৈরি হয়েছে। শনিবার গাজিয়াবাদ সফরে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির (BJP) সঙ্গে সমাজবাদী পার্টির (SP) সরকারের করা বিভিন্ন কাজের তুলনা করতে গিয়ে এমনই বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi in Ghaziabad)।
প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী যোগী আদিত্যনাথ৷
প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী যোগী আদিত্যনাথ৷
advertisement

“উত্তরপ্রদেশে আগের সরকার গাজিয়াবাদে একটি হজ হাউজ তৈরি করেছিল। বিজেপি সরকার ৯৪ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুবিধা সহ গাজিয়াবাদে কৈলাস মানসরোবর ভবন নির্মাণ করেছে। মানুষের আস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভবনটি ভক্তদের জন্য একটি বড়ো উপহার। পার্থক্য স্পষ্ট,” হিন্দিতে ট্যুইট করেছেন আদিত্যনাথ।

আরও পড়ুন- 'পাকিস্তানের সমর্থক', ‘জিন্নার উপাসক’! অখিলেশকে আক্রমণ যোগীর

advertisement

“আগে গাজিয়াবাদে হজ হাউজ তৈরি করা হয়েছিল। আমাদের সরকার কৈলাস মানসরোবর ভবন (Kailash Mansarovar Bhawan) নির্মাণ করেছে। আগে মাফিয়ারা ব্যবসায়ীদের হেনস্থা করত, কিন্তু এখন কোনও মাফিয়া কোনও ব্যবসায়ী, ডাক্তার বা গরীবের সম্পত্তি দখল করার সাহস দেখাতে পারে না...,” দাবি করেন যোগী আদিত্যনাথ।

শুক্রবার সমাজবাদী পার্টি (Samajwadi Party) এবং দলের সভাপতি অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) পাকিস্তানের সমর্থক এবং ‘জিন্নার উপাসক’ বলে আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। পাকিস্তান এবং এর প্রতিষ্ঠাতা মহাম্মদ আলি জিন্নাহ (Mohammad Ali Jinnah) সম্পর্কে সমাজবাদী পার্টির সভাপতির সাম্প্রতিক বিবৃতিকে পালটা দিতেই কোনও রাখঢাক না রেখেই আদিত্যনাথ এই মন্তব্যটি করেন। “ওরা জিন্নার উপাসক, আমরা সর্দার প্যাটেলের উপাসক। ওদের প্রিয় পাকিস্তান, আর আমরা ভারত মাতার জন্য আমাদের জীবন উৎসর্গ করি,” কোনও নাম না করে একটি হিন্দি ট্যুইটে লিখেছিলেন যোগী আদিত্যনাথ।

advertisement

শনিবার একাধিক ট্যুইট বার্তায়, মুখ্যমন্ত্রী যোগী (Yogi in Ghaziabad) পশ্চিমাঞ্চলে প্রয়াত প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের এলাকায় রামলালা চিনিকল পুনরায় চালু করা এবং গাজিয়াবাদে একটি শিব মন্দিরের সৌন্দর্যায়ন সহ তাঁর সরকারের করা কাজগুলির তালিকা পেশ করেন। “গাজিয়াবাদ জেলার মুরাদনগর এলাকার সুরানা গ্রামে ৫০ লক্ষ টাকা ব্যয়ে প্রাচীন শিব মন্দিরের সৌন্দর্যায়ন, গঙ্গা খালের সন্ধা সেতু ও রেভরা-রেভরি গ্রামের মধ্যে ২২ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ এবং হিন্দনে সেতু নির্মাণ সমস্তই বিজেপি সরকারের আমলে হয়েছে,” বলেন তিনি।

advertisement

আরও পড়ুন- বাবার হারের বদলা নিতে উত্তরাখণ্ডে ভোটে লড়ছেন দুই মুখ্যমন্ত্রীর বিরোধী কন্যারা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্য একটি ট্যুইট তিনি উল্লেখ করেছেন বিজেপি সরকার বাগপত জেলায় প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং কৃষক নেতা মহেন্দ্র সিং টিকাইতের দু’টি রাস্তার নামকরণ করেছে। চৌধুরী চরণ সিংয়ের নাতি জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে রাষ্ট্রীয় লোক দল (Rashtriya Lok Dal) ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে এসপির সঙ্গে জোট বেঁধেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Yogi in Ghaziabad: হজ হাউজ গড়েছিল সপা, ৯৪ কোটি টাকা দিয়ে মানসরোবর ভবন গড়েছে বিজেপি: যোগী আদিত্যনাথ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল