TRENDING:

ইডেনে মেহতাব বনাম ব্যারেটো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে রেফারি কি সৌরভ

Last Updated:

Sourav Ganguly at Eden Gardens : মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন মেহতাব ও ব্যারেটো। সৌরভকে নতুন লুকেও দেখা যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ক্রিকেটের মক্কা বলে খ্যাত ইডেনে কি ফিরে আসছে ফুটবলের আসর? ৭০-৮০ দশকে কলকাতা ফুটবলের পীঠস্থান ছিল ইডেন গার্ডেন্স। তার পর তৈরি হয় যুবভারতী ক্রীড়াঙ্গন। ইডেন শুধু পরিচিতি পায় ক্রিকেটের জন্য। আর ফুটবলের জন্য যুবভারতী। তবে ফের ইডেন ফুটবল হবে নাকি? এদিন ইডেনে থাকলে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। বুধবার ইডেনের ছবি দেখলে মনে হবে ফের ইডেনে ফিরে এসেছে ফুটবল। তাও আবার বড় ম্যাচ।
ইডেনের ছবি দেখলে মনে হবে ফের ইডেনে ফিরে এসেছে ফুটবল
ইডেনের ছবি দেখলে মনে হবে ফের ইডেনে ফিরে এসেছে ফুটবল
advertisement

একদিকে লাল হলুদ জার্সি, অন্যদিকে সবুজ মেরুন। দুই দলের হয়ে গলা ফাটাতে হাজির সমর্থকরাও। ইস্টবেঙ্গলের জার্সিতে রয়েছেন মেহতাব হোসেন। আর মোহনবাগানের জার্সিতে ব্যারেটো। ছবির কোলাজগুলো চোখে দেখলেই মনে হবে ফের একটা ডার্বি। ইলিশ বনাম চিংড়ির লড়াই। তবে ভাল করে দেখলে আরও একটা ছবি ধরা পড়বে। এই দুই দলের মধ্যে রয়েছেন এক ক্রিকেটের কিংবদন্তি। তিনি আর কেউ নন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে হবে যেন রেফারির ভূমিকায় তিনি। আসলে এদিন ইডেনে শুটিং হল বিজ্ঞাপনের। আসন্ন আইএসএলের জন্য প্রমোশুট করলেন সৌরভ।

advertisement

আরও পড়ুন :  ঘরের মাঠে অতি জঘন্য হার, এএফসি কাপে স্বপ্ন শেষ এটিকে মোহনবাগানের

মহারাজের সঙ্গে উপস্থিত ছিলেন মেহতাব ও ব্যারেটো। আইএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপনে রয়েছেন সৌরভ। সৌরভকে নতুন লুকেও দেখা যাচ্ছে। হালকা চাপ গোঁফ দাঁড়ি রেখেছেন দাদা। দুই প্রধানের ঘরের ছেলে মেহতাব আর ব্যারেটো দুই চির প্রতিদ্বন্দ্বী দলে জার্সি পড়েছেন। তাদের সঙ্গে প্রিয় দলের সমর্থনের জন্য পতাকা নিয়ে হাজির দর্শকরাও। খুব তাড়াতাড়ি আইএসএলের এই প্রোমো ভিডিও দেখা যাবে। নিজের সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ছবি পোস্ট করেছেন মেহতাব। ছবিগুলি দেখে অনুমান করা যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে এই বিশেষ প্রোমো তৈরি হচ্ছে।

advertisement

আরও পড়ুন :  আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মারামারি, ব্যাট উঁচিয়ে গেলেন আসিফ আলি, ধাক্কাধাক্কি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগেও সৌরভ আইএসএলের ব্র্যান্ডিং প্রমোশনে হাজির হয়েছেন। বিজ্ঞাপনেও এর আগে দুই দলের খুদে সমর্থকদের নিয়ে শুটিং করতে দেখা গিয়েছিল সৌরভকে। নতুন লুকে আরও আকর্ষণীয় লাগছে বাঙালির প্রিয় দাদাকে। আসলে এই বারের আইএসএল অনেকটাই আলাদা হবে। কারণ করোনার পর ফের হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ। আর আইএসএলের ইতিহাসে এই প্রথমবার কলকাতা ডার্বি আয়োজিত হবে কলকাতায়।‌‌হাজার হাজার সমর্থকদের মাঝে ফের পুরনো উত্তেজনা, উন্মাদনা। চলতি বছরের ২৯ অক্টোবর ও ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে আইএসএলের কলকাতা ডার্বি। সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবলের আগে আইএসএল ঘিরে উন্মাদনা কিন্তু তুঙ্গে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইডেনে মেহতাব বনাম ব্যারেটো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে রেফারি কি সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল