আরও পড়ুন: "প্রথম দু' দফার ভোটেই সেঞ্চুরি করেছে সমাজবাদী পার্টি": আত্মবিশ্বাসী অখিলেশ যাদব
উল্লেখ্য, পঞ্জাবে (Sonu Sood | Punjab Assembly Election 2022) একদফায় বিধানসভার ১১৭ আসনে ভোটগ্রহণ (Punjab Election 2022) চলছে। নির্বাচনে মোগা আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনুর বোন মালবিকা সুদ। সোনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মোগার একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে আটকানো হয়। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়। তাঁকে বাড়ি পাঠিয়ে গোটা দিন বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’ রাখার পবিষয়ে মোগার রিটার্নিং অফিসার প্রভদীপ সিং বলেন, ‘সোনু সুদ একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে তাঁকে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাড়ি থেকে বের হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, সোনুর (Sonu Sood) পালটা অভিযোগ, ফোন করে ভোটারদের ভয় দেখাচ্ছে বিরোধীরা। বিশেষ করে অকালি দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। সোনুর কথায়, “ভোটাররা জানাচ্ছিলেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। অনেক বুথে ভোট প্রভাবিত করতে টাকা বিলি করা হচ্ছিল। অবাধ নির্বাচনের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখতে আমরা বুথে যাচ্ছিলাম। তাই আমরা বেরিয়েছিলাম। এখন আমরা বাড়িতেই আছি।”
বর্তমানে কংগ্রেস একক শক্তিতে যে তিন রাজ্যে ক্ষমতায় আছে, সেগুলির মধ্যে একটি হল পঞ্জাব (Sonu Sood | Punjab Assembly Election 2022)। কিন্তু গড় বাঁচাতে এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে নভজ্যোত সিং সিধু, চরনজিৎ সিং চান্নিদের। একে তো দলের অন্দরের কলহ, তার উপর আবার দিল্লি মডেলকে সামনে রেখে অরবিন্দ কেজরিওয়ালদের (Arvind Kejriwal) প্রচার। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে অকালি দলও। বিজেপি (BJP) এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেসের জোট কী খেল দেখায় সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।