TRENDING:

Rajasthan Crisis: রাজস্থানে বিদ্রোহ সামাল দিতে আসরে সনিয়া, গেহলট বলছেন তাঁর হাতে কিছুই নেই!

Last Updated:

গেহলট অনুগামীদের বক্তব্য, তিনি একই সঙ্গে কংগ্রেস সভাপতি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পারবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এতদিন দলের সভাপতি কে হবেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ যাও বা সম্ভাব্য সভাপতির খোঁজ মিলল, তাতে হিতে বিপরীত হয়ে রাজস্থানে ক্ষমতা হারানোর উপক্রম হল৷ সবমিলিয়ে কংগ্রেসের অবস্থা এখন শ্যাম রাখি না কূল রাখির মতো৷ আর এই সঙ্কট থেকে নিস্তার পেতে দুই প্রবীন নেতা অজয় মাকেন এবং মল্লিকার্জুন খার্গেকে দায়িত্ব দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধি৷ যাঁরা রাজস্থানে দলের পর্যবেক্ষক পদে রয়েছেন৷ সনিয়া গান্ধি বিদ্রোহীদের সঙ্গে কথাও বলতে পারেন বলে জানিয়েছেন অজয় মাকেন৷
অশোক গেহলট এবং সচিন পাইলট৷
অশোক গেহলট এবং সচিন পাইলট৷
advertisement

কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন অশোক গেহলট৷ তিনি দলের সভাপতি হলে তাঁর জায়গায় রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হতে পারে সচিন পাইলটকে৷ দলের এই ইচ্ছের কথা জানার পরই বিদ্রোহ করে বসেন গেহলট অনুগামী বিধায়করা৷ পাইলটের মুখ্যমন্ত্রী হওয়া আটকাতে ৯২ জন গেহলট অনুগামী নেতা রাজস্থান বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন৷ যদিও বিধায়করা আবেগের বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন, এই যুক্তি দেখিয়ে অভিযোগপত্র গ্রহণ করেননি স্পিকার৷

advertisement

আরও পড়ুন: শশী থারুরের পক্ষে বিজেপি-সহ পাঁচ দল! গণস্বাক্ষর করে চিঠি পৌঁছল স্পিকারের কাছে

২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৮৷ ফলে ৯২ জন বিধায়ক ইস্তফা দিলে সরকারের পতন অনিবার্য৷ সুযোগ বুঝেই রাজস্থানে রাষ্ট্রপতি জারি করার পক্ষে সওয়াল করেছে বিজেপি৷

বিদ্রোহ প্রকাশ্যে আসতেই অজয় মাকেন এবং মল্লিকার্জুন খার্গেকে বিদ্রোহী বিধায়কদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলার নির্দেশ দিয়েছেন সনিয়া গান্ধি৷ সূত্রের খবর, প্রাথমিক ভাবে বিদ্রোহীদের নিরস্ত করে বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবর পর্যন্ত রাজস্থানে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক ডাকা হবে না৷ সেই বৈঠকেই দলের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিক ভাবে ঠিক হওয়ার কথা৷

advertisement

কিন্তু এই বিদ্রোহের পিছনে যিনি কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ বিষয়ে এখনও মুখ খোলেননি৷ যদিও দলের আর এক শীর্ষ নেতা কে সি বেণুগোপালকে তিনি ফোনে জানিয়েছেন, তাঁর হাতে কিছুই নেই, সূত্রের খবর এমনই৷

সেরা ভিডিও

আরও দেখুন
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য খেলোয়াড় বাছাই
আরও দেখুন

গেহলট অনুগামীদের বক্তব্য, তিনি একই সঙ্গে কংগ্রেস সভাপতি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পারবেন৷ গেহলট এবং পাইলটের বিবাদ নতুন কিছু নয়৷ অতীতেও পাইলটের বিজেপি-তে যোগদান শেষ মুহূর্তে রুখেছিলেন রাহুল- প্রিয়াঙ্কারা৷ তখন তাঁকে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী করার আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু গেহলট সভাপতি নির্বাচিত হলেও মুখ্যমন্ত্রীর চেয়ার না পেলে সচিন পাইলট এবং তাঁর অনুগামীরাও বিদ্রোহের পথে হাঁটতে পারেন, সেই সম্ভাবনাও মাথায় রাখতে হচ্ছে কংগ্রেস হাইকম্যান্ডকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Crisis: রাজস্থানে বিদ্রোহ সামাল দিতে আসরে সনিয়া, গেহলট বলছেন তাঁর হাতে কিছুই নেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল