TRENDING:

Sonia Gandhi: 'উনি এমন করতে পারলেন?' প্রবল ক্ষুব্ধ সনিয়া, চাপে পড়ে ক্ষমা চাইলেন গেহলট

Last Updated:

গেহলট অবশ্য দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গের কাছে দাবি করেছেন, এই বিদ্রোহ না হলেই ভাল হত৷ তিনি এ সবের কিছুই জানতেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: রাজস্থানে দলের বিধায়কদের বিদ্রোহের জন্য অশোক গেহলটের উপরে প্রবল ক্ষুব্ধ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ সূত্রের খবর, ক্ষুব্ধ সনিয়া গেহলটের নাম না নিয়ে বলে ফেলেন, 'উনি এরকম কী করে করলেন?'
একদা আস্থাভাজন অশোক গেহলটের উপরে ক্ষুব্ধ সনিয়া গান্ধি৷
একদা আস্থাভাজন অশোক গেহলটের উপরে ক্ষুব্ধ সনিয়া গান্ধি৷
advertisement

সনিয়া সহ গান্ধি পরিবারের ক্ষোভের আঁচ পেয়েই রাজস্থানে বিদ্রোহের জন্য দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন গেহলট৷ কিন্তু তাঁর উপরে দল এতটাই ক্ষুব্ধ যে গেহলটের কংগ্রেস সভাপতি হওয়ার স্বপ্নও এবার ভেস্তে যেতে পারে৷

রাজস্থান সঙ্কট কাটাতে দুই পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গে এবং অজয় মাকেনকে দায়িত্ব দিয়েছিলেন সনিয়া গান্ধি৷ সূত্রের খবর, রাজস্থান কাণ্ড নিয়ে তাঁরা সনিয়ার কাছে রিপোর্ট দিতে গেলেই গেহলটের উপরে তাঁর ক্ষোভ উগরে দেন কংগ্রেস সভানেত্রী৷

advertisement

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে জানিয়েছিলেন বিজেপিতে যাবেন না, এবার সামনে এল আজাদের নতুন দল !

এমনিতে গেহলট গান্ধি পরিবারের যথেষ্ট আস্থাভাজন ছিলেন৷ সেই গেহলটই যে ক্ষমতা ধরে রাখার লোভে দলকে এমন বি়ড়ম্বনায় ফেলবেন, তা কল্পনাও করতে পারেনিন সনিয়া, রাহুলরা৷ সূত্রের খবর, মাকেন এবং খার্গের সামনে সনিয়া বলে ফেলেন 'উনি (অশোক গেহলট) এরকম কাজ কী করে করলেন?'

advertisement

গেহলট সভাপতি হলে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হত তাঁকে৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সচিন পাইলট৷ কিন্তু সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে মানবেন না, এই দাবি তুলে গণ ইস্তফার হুঁশিয়ারি দেন গেহলট অনুগামী আশি জনেরও বেশি বিধায়ক৷ সেরকম হলে রাজস্থানে ক্ষমতা হারাবে কংগ্রেস৷ গেহলট অবশ্য দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গের কাছে দাবি করেছেন, এই বিদ্রোহ না হলেই ভাল হত৷ তিনি এ সবের কিছুই জানতেন না বলে দাবিও করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: মেয়াদ বাড়ছে? ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের বিজেপি সভাপতি হতে পারেন জেপি নাড্ডা

যদিও গেহলটের এই দাবি মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব৷ গেহলটের সম্মতি ছাড়া যে তাঁর অনুগামী বিধায়করা যে দলের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখাবেন না, দলের তরফে তা বুঝিয়েও দেওয়া হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের বহু প্রতীক্ষিত সভাপতি নির্বাচন৷ তার জন্য আজই গেহলটের মনোনয়ন দেওয়ার কথা৷ কিন্তু রাজস্থান কাণ্ডের পর সভাপতি পদে গেহলটের বিকল্প মুখ ভাবতে শুরু করেছে গান্ধিরাও৷ এই পরিস্থিতিতে সোমবারই দিল্লি গিয়ে সনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন মধ্যপ্রদেশের নেতা কমল নাথ৷ ফলে তিনিও নতুন করে সভাপতির দৌড়ে নামলেন কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে৷ কমল নাথ অবশ্য দাবি করেছেন, তাঁর সভাপতি হওয়ার কোনও ইচ্ছাই নেই৷ নবরাত্রির শুভেচ্ছা জানাতেই তিনি দিল্লিতে এসেছেন৷ যদিও অন্য একটি সূত্রের খবর, রাজস্থানের সঙ্কট মেটাতে মধ্যস্থতাকারীর কাজ করতে পারেন কমল নাথ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: 'উনি এমন করতে পারলেন?' প্রবল ক্ষুব্ধ সনিয়া, চাপে পড়ে ক্ষমা চাইলেন গেহলট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল