TRENDING:

বেঙ্গালুরু থেকে ফেরার পথে বিপত্তি, ভোপালে জরুরি অবতরণ সনিয়া-রাহুলের বিমানের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: বেঙ্গালুরু থেকে দিল্লি ফেরার পথে মধ্যপ্রদেশের ভোপালে জরুরি অবতরণ করল সনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বিমান৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই ভোপালে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি৷
advertisement

বেঙ্গালুরুতে গত দু দিন ধরে বৈঠক করেন বিরোধী দলের নেতারা৷ সেই বৈঠকে রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধিও৷ বৈঠক শেষে এ দিন সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে বিমানে দিল্লি রওনা দেন রাহুল ও সনিয়া৷

সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে ওড়ার পর মাঝ আকাশে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে যায় বিমানটি৷ তার পরেই ভোপাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে রাহুল ও সনিয়ার বিমান৷

advertisement

বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকে এ দিন ইন্ডিয়া নামে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠক শেষে রাহুল গান্ধি দাবি করেন, লড়াই এবার নরেন্দ্র মোদি এবং ইন্ডিয়ার মধ্যে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

বেঙ্গালুরুর বৈঠকের পর অবশ্য খুব শিগগিরই ফের নিজেদের মধ্যে আলোচনায় বসবে বিরোধীরা৷ এবার বৈঠক হবে মুম্বাইতে৷

বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরু থেকে ফেরার পথে বিপত্তি, ভোপালে জরুরি অবতরণ সনিয়া-রাহুলের বিমানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল