একইসঙ্গে বলা হচ্ছে, ২২শে আগস্ট সোনালি এবং অভিযুক্ত দু’জনই বিকাল ৪টায় গোয়া পৌঁছেন। সন্ধে ৬টা নাগাদ সাংওয়ান ও সুখবিন্দর ৫ হাজার এবং ৭ হাজার টাকার বিভিন্ন এমডি ড্রাগস কিনে নেয়। রাত সাড়ে ৯টায় সকলে হোটেল থেকে কার্লি'স পাব এ পৌঁছয়। রাত ১০টা থেকে সোনালিকে ধীরে ধীরে মাদক দিতে থাকে। রাত দেড়টা নাগাদ সোনালির অবস্থার অবনতি হয়। সোনালির বমি হওয়ায় সানওয়ান তাকে টয়লেটে নিয়ে যায়।
advertisement
রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ওয়াশরুমে ছিলেন সোনালি। তার শারীরিক অবস্থার অবনতি হয়৷ সকাল ৬টায় (২৩ আগস্ট) সোনালিকে অচেতন অবস্থায় কার্লিস থেকে হোটেল লিওনিতে নিয়ে আসা হয়। সকাল ৬.৩০টায় সানওয়ান এবং সুখবিন্দর সোনালিকে গাড়িতে তুলে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সোয়া ৭টায় তিনি হাসপাতালে পৌঁছান। সেখানেই জানা যায় সোনালির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন ভাঙা হল নয়ডার ট্যুইন টাওয়ার, স্থানীয়দের ও শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট-চোখে সমস্যা-কাশির আশঙ্কা
সকাল ৯টায় গোয়া পুলিশকে সম্পূর্ণ তথ্য দেয় হাসপাতাল। এরপরই গোয়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ৪২ বছর বয়সী সোনালি ফোগাট, যিনি টিকটকের মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন, এই সপ্তাহের শুরুতে গোয়ায় মৃত্যু হয়৷ তাঁর মৃত্যু ঘিরে রয়েছে রহস্য৷ এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ফোগাটের ব্যক্তিগত সহকারী সুধীর সানওয়ান, আরও সহযোগী সুখবিন্দর সিং, 'কার্লি'স রেস্তোরাঁর মালিক এডউইন নুনেস এবং মাদক চোরাকারবারী রামা ওরফে রামদাস মান্দ্রেকার এবং দত্তপ্রসাদ গাঁওকার।