ভাঙা হল নয়ডার ট্যুইন টাওয়ার, স্থানীয়দের ও শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট-চোখে সমস্যা-কাশির আশঙ্কা

Last Updated:

টাওয়ার দু’টি ভাঙার পর যেভাবে ধুলোর মেঘ তৈরি হয়েছিল তাতে অনেকের শ্বাসকষ্ট হতে পারে৷ এমনকী স্তুপাকৃত ধ্বংসাবশেষের ফলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি৷

#নয়াদিল্লি: নয়ডার ট্যুইন টাওয়ার ভাঙার ফলে শারীরিক সমস্যা দেখা যেতে পারে, এমনই আশঙ্কা৷ সুপারটেক ট্যুইন টাওয়ারের আশপাশের যে সব বাসিন্দারা রয়েছেন তাদের হতে পারে কাশি, ডাস্ট অ্যালার্জি, এমনকি চোখের সমস্যা, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা৷
টাওয়ার দু’টি ভাঙার পর যেভাবে ধুলোর মেঘ তৈরি হয়েছিল তাতে অনেকের শ্বাসকষ্ট হতে পারে৷ এমনকী স্তুপাকৃত ধ্বংসাবশেষের ফলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি৷ বাতাসে এই ধূলাকণা মিশে গিয়ে তৈরি হতে পারে জটিল পরিস্থিতি৷ বলছেন পালমোনোলজিস্ট ডাঃ অংশুমান মুখোপাধ্যায়৷ তাঁর কথায়, প্রথম সমস্যা হবে চোখে৷ সঙ্গে হবে কাশি, হাঁচি৷ যা মূলত ডাস্ট অ্যালার্জির ফলে হবে৷ যাদের ইতিমধ্যেই ফুসফুসে সমস্যা রয়েছে বা সিওপিডি-তে ভুগছেন, তাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন Noida Twin Tower demolition in Photos: বীভৎস আওয়াজ, চোখের পলকে নয়ডা কাঁপিয়ে ভাঙল ট্যুইন টাওয়ার! বিশেষ মুহূর্ত ধরা রইল ছবিতে
এর পর দু-তিন দিনে সিমেন্টের কণা বা এধরনের যে সব মাইক্রো কণা রয়েছে সে সব বাতাসে ছড়িয়ে পড়বে৷ যারা এই এলাকা দিয়ে যাতায়াত করবেন, তারাও আক্রান্ত হবেন৷ বলছেন চিকিৎসক৷ তাঁর মতে এখন প্রয়োজন অঝোর বৃষ্টি৷ অন্যান্য বিশেষজ্ঞদের মতে এটি সম্ভাব্যভাবে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে৷
advertisement
এ ধরনের অ্যালার্জি কারও কারও ক্ষেত্রে খুবই গুরতর হতে পারে৷ বলছেন দিল্লির চিকিৎসক ডাঃ নবনিত সুদ৷ বিশেষ করে যে সব শিশুরা শ্বাসকষ্ট ভুগছে, তাদের অবস্থা বেহাল হওয়ার আশঙ্কা করছেন ডাক্তারবাবুরা৷ তবে শুধু শ্বাসকষ্ট নয়, শিশুদের মস্তিষ্ক ঘঠনের উন্নতিতে বেঘাত ঘটাতে পারে ধূলোবালি৷ এমনকী কিডনি এবং স্নায়ুতন্ত্রেও তৈরি করতে পারে গভীর সমস্যা৷
advertisement
বাঁচার উপায় একমাত্র ট্যুইন টাওয়ারের ধ্বংসস্তুপের কাছাকাছি না যাওয়া৷ স্থানীয় বাসিন্দারা সেই নিময় মেনেই চলছেন৷ এর সঙ্গে মাস্ক পরার নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ সঙ্গে থাকছে হাত-মুখ ধোরায় নির্দেশ৷ যতটা সম্ভব জলের ব্যবহার করুন৷ যে এলাকায় ভাঙা হয়েছে বিল্ডিং, তার থেকে ৪-৫ দিন দূরে থাকুন, জানানো হয়েছে সকলকে৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভাঙা হল নয়ডার ট্যুইন টাওয়ার, স্থানীয়দের ও শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট-চোখে সমস্যা-কাশির আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement