ভাঙা হল নয়ডার ট্যুইন টাওয়ার, স্থানীয়দের ও শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট-চোখে সমস্যা-কাশির আশঙ্কা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
টাওয়ার দু’টি ভাঙার পর যেভাবে ধুলোর মেঘ তৈরি হয়েছিল তাতে অনেকের শ্বাসকষ্ট হতে পারে৷ এমনকী স্তুপাকৃত ধ্বংসাবশেষের ফলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি৷
#নয়াদিল্লি: নয়ডার ট্যুইন টাওয়ার ভাঙার ফলে শারীরিক সমস্যা দেখা যেতে পারে, এমনই আশঙ্কা৷ সুপারটেক ট্যুইন টাওয়ারের আশপাশের যে সব বাসিন্দারা রয়েছেন তাদের হতে পারে কাশি, ডাস্ট অ্যালার্জি, এমনকি চোখের সমস্যা, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা৷
টাওয়ার দু’টি ভাঙার পর যেভাবে ধুলোর মেঘ তৈরি হয়েছিল তাতে অনেকের শ্বাসকষ্ট হতে পারে৷ এমনকী স্তুপাকৃত ধ্বংসাবশেষের ফলে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি৷ বাতাসে এই ধূলাকণা মিশে গিয়ে তৈরি হতে পারে জটিল পরিস্থিতি৷ বলছেন পালমোনোলজিস্ট ডাঃ অংশুমান মুখোপাধ্যায়৷ তাঁর কথায়, প্রথম সমস্যা হবে চোখে৷ সঙ্গে হবে কাশি, হাঁচি৷ যা মূলত ডাস্ট অ্যালার্জির ফলে হবে৷ যাদের ইতিমধ্যেই ফুসফুসে সমস্যা রয়েছে বা সিওপিডি-তে ভুগছেন, তাদের শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে৷
advertisement
advertisement
আরও পড়ুন Noida Twin Tower demolition in Photos: বীভৎস আওয়াজ, চোখের পলকে নয়ডা কাঁপিয়ে ভাঙল ট্যুইন টাওয়ার! বিশেষ মুহূর্ত ধরা রইল ছবিতে
এর পর দু-তিন দিনে সিমেন্টের কণা বা এধরনের যে সব মাইক্রো কণা রয়েছে সে সব বাতাসে ছড়িয়ে পড়বে৷ যারা এই এলাকা দিয়ে যাতায়াত করবেন, তারাও আক্রান্ত হবেন৷ বলছেন চিকিৎসক৷ তাঁর মতে এখন প্রয়োজন অঝোর বৃষ্টি৷ অন্যান্য বিশেষজ্ঞদের মতে এটি সম্ভাব্যভাবে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে৷
advertisement
#Live | Watch the Noida #SupertechTwinTowers Demolition #Noida #NoidaTowerDemolition #TwintowersDemolition #Noidatwintowers #TwinTower https://t.co/PISNXpx9SA
— News18 (@CNNnews18) August 28, 2022
এ ধরনের অ্যালার্জি কারও কারও ক্ষেত্রে খুবই গুরতর হতে পারে৷ বলছেন দিল্লির চিকিৎসক ডাঃ নবনিত সুদ৷ বিশেষ করে যে সব শিশুরা শ্বাসকষ্ট ভুগছে, তাদের অবস্থা বেহাল হওয়ার আশঙ্কা করছেন ডাক্তারবাবুরা৷ তবে শুধু শ্বাসকষ্ট নয়, শিশুদের মস্তিষ্ক ঘঠনের উন্নতিতে বেঘাত ঘটাতে পারে ধূলোবালি৷ এমনকী কিডনি এবং স্নায়ুতন্ত্রেও তৈরি করতে পারে গভীর সমস্যা৷
advertisement
#Live | Watch the Noida #SupertechTwinTowers Demolition #Noida #NoidaTowerDemolition #TwintowersDemolition #Noidatwintowers #TwinTower https://t.co/PISNXpx9SA
— News18 (@CNNnews18) August 28, 2022
বাঁচার উপায় একমাত্র ট্যুইন টাওয়ারের ধ্বংসস্তুপের কাছাকাছি না যাওয়া৷ স্থানীয় বাসিন্দারা সেই নিময় মেনেই চলছেন৷ এর সঙ্গে মাস্ক পরার নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ সঙ্গে থাকছে হাত-মুখ ধোরায় নির্দেশ৷ যতটা সম্ভব জলের ব্যবহার করুন৷ যে এলাকায় ভাঙা হয়েছে বিল্ডিং, তার থেকে ৪-৫ দিন দূরে থাকুন, জানানো হয়েছে সকলকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 9:46 PM IST