TRENDING:

Maharashtra News: বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে উচ্ছেদ, জমি হাতানোর অভিযোগ! গুণধর ছেলেকে উচিত শিক্ষা দিল আদালত

Last Updated:

২০২৩ সালের ১৩ মে এই ঘটনার সূত্রপাত৷ মুম্বই পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত আধিকারিক মহারাষ্ট্রের নারায়ণগাঁও থানায় নিজের দুই ছেলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাবা অবসরপ্রাপ্ত সরকারি অফিসার৷ ৮০ বছর বয়সি সেই বৃদ্ধের জমি জবরদখল করার পাশাপাশি তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠল নিজেরই ছেলের বিরুদ্ধে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

নিজের বৃদ্ধ বাবা-মায়ের জমি দখল এবং তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ওই দম্পতির ছোট ছেলে তিন মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত৷ শুধু তাই নয়, অভিযুক্তকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে আদালত৷ যদিও বৃদ্ধের বড় ছেলেকে নির্দোষ হিসেবে রেহাই দিয়েছে আদালত৷

বাবা মা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং স্বার্থরক্ষা আইন (২০০৭)-এ ওই বৃদ্ধের দুই সন্তানের বিরুদ্ধে মামলা করা হয়৷

advertisement

২০২৩ সালের ১৩ মে এই ঘটনার সূত্রপাত৷ মুম্বই পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত আধিকারিক মহারাষ্ট্রের নারায়ণগাঁও থানায় নিজের দুই ছেলের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন৷ তিনি অভিযোগ করেন, তাঁর দুই ছেলেই তাঁর ১ একরের বেশি কৃষি জমি দখল করে নিয়েছে৷ প্রথমে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরে নিজের বৃদ্ধ বাবা-মাকেই বাড়ি থেকে বের করে দেয় সে৷ ওই বৃদ্ধ অভিযোগ করেন, আমরা দু জনে ছেলেকে সর্বস্ব দিয়েছি, কিন্তু তার বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রুম হবে?', 'গাড়ি পাব?' শীতের মনোরম পরিবেশে ভোল বদলাচ্ছে দার্জিলিং–কালিম্পং!
আরও দেখুন

মহারাষ্ট্রের জুন্নারের একটি আদালতে এই মামলাটি প্রায় তিন বছর ধরে চলে৷ গত ১৯ নভেম্বর মামলার রায় দেন বিচারক৷ বৃদ্ধের অভিযুক্ত ছোট ছেলেকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ যদিও বাবা-মায়ের দেখাশোনা করায় বৃদ্ধের বড় ছেলেকে মামলা থেকে রেহাই দেওয়া হয়৷ রায় দিতে গিয়ে ছোট ছেলেরআচরণকে অত্যন্ত নিন্দনীয় বলে বিচারক জানান, নিজের বৃদ্ধ বাবা মায়ের আবেগ নিয়ে খেলা করেছেন অভিযুক্ত৷ বৃদ্ধের ছোট ছেলেকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra News: বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে উচ্ছেদ, জমি হাতানোর অভিযোগ! গুণধর ছেলেকে উচিত শিক্ষা দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল