এই ঘটনাটি দক্ষিণ-পূর্ব দিল্লির বাদরপুর এলাকার মোলারবন্দ গ্রামে ঘটেছে।
আরও পড়ুন: হাসপাতালেই ব্রেন ডেথ স্ত্রীকে শেষবার সিঁদুর দিলেন স্বামী, তারপর… বিস্তারিত জানুন
পুলিশ জানায়, ৬ই নভেম্বর সন্ধ্যায় অভিযুক্ত কৃষ্ণ কান্ত (৩১) তার মা গীতা দেবীকে ছুরিকাঘাতে হত্যা করার পর তার বাবা সুরজিৎ সিং (৫২) কে ফোন করে দ্রুত বাড়ি আসতে বলেন।
advertisement
সুরজিৎ বাড়িতে পৌঁছালে কৃষ্ণ তাকে “স্যরি” বলে অনুতপ্ত প্রকাশ করে এবং উপরে গিয়ে তার কাজ দেখার কথা বলেন, দক্ষিণ-পূর্বের ডেপুটি কমিশনার অব পুলিশ রবি কুমার সিং জানান।
উপরে গিয়ে সিং দেখেন তার স্ত্রী গীতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তার শরীরে অনেকগুলি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এই সময়ে অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।
আরও পড়ুন: ছেলের বন্ধু পরিচয় ঘরে ঢুকতেই সর্বনাশ, মহিলাকে মারধর করে লুঠ যুবকের!
এরপর সিং গীতাকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বলে পুলিশ জানিয়েছে। ডিসিপি জানিয়েছেন, সিং-এর দুই ছেলে রয়েছে। ছোট ছেলে সাহিল (২৭) ব্যাংকে চাকরি করে। কৃষ্ণ কান্ত বেকার ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন।
“দুই ভাই অবিবাহিত, এবং ঘটনার সময় বাড়িতে শুধু গীতা এবং অভিযুক্ত কৃষ্ণকান্ত উপস্থিত ছিলেন,” বলেন ওই ব্যক্তি। কৃষ্ণকান্তকে পরে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত জানিয়েছে, তিনি কানাডায় যেতে চেয়েছিলেন, তবে পরিবার প্রথমে বিয়ে করতে বলছিল। ঘটনার দিন মা ও ছেলের মধ্যে তর্ক চরমে পৌঁছয় এবং গীতা দেবীকে ছুরি দিয়ে খুন করে কৃষ্ণ কান্ত, পুলিশ জানিয়েছে।