TRENDING:

Son Killed Mother: অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...

Last Updated:

Son Killed Mother: ভােপালে ভয়ঙ্কর ঘটনা। অন্ধবিশ্বাসের জেরে মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে। তারপর যা হল, জানুন ঘটনাটি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: মধ্যপ্রদেশে ঘটে গেল এক হাড়হিম করে দেওয়া ঘটনা। ভোপালে এক ছেলে নিজের মাকে কেরোসিন খাইয়ে দিয়েছে বলে খবর। কারণ জানলে চমকে উঠবেন।
অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...
অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...
advertisement

খুব স্বাভাবিকভাবেই কেরোসিন খাওয়ানোর পর ওই মহিলার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু লাভ হয়নি। চিকিৎসার মাঝেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন: দুই বছর আগেই কেনা হয়েছিল সেকেন্ড হ্যান্ড ফ্রিজ! হঠাৎ আগুনে সব শেষ, পুড়ে ছাই হয়ে গেল সব…

জানা গিয়েছে, মৃত ওই মহিলা বহুদিন ধরেই অসুস্থ ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিলেন তিনি। এদিকে ছেলেও যত্নের ত্রুটি রাখত না মায়ের৷ কিন্তু সে যে অন্ধবিশ্বাসের কারণে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন তা ভাবতে পারেননি কেউ৷

advertisement

জানা গিয়েছে, কোনও একজন ছেলেটি ভুল কিছু বুঝিয়েছিল৷ এরপরেই সে অন্ধবিশ্বাসের শিকার হয়ে মায়ের জন্য কেরোসিন তেল নিয়ে আসে৷ “এই দেখ মা তোমার জন্য কী এনেছি” বলেই মায়ের মুখে ঢেলে দেয় সেই কেরোসিন। এটাও জানা গিয়েছে যে, দিন কয়েক আগেই ওই মহিলার শারীরীক সমস্যা আরও বেড়েছিল। আর তাই মানসিক দিক থেকেও ঠিক জায়গায় ছিল না ছেলেটি৷

advertisement

আরও পড়ুন: বসের সঙ্গে স্ত্রী-এর সম্পর্ক নিয়ে সন্দেহ! বোম দিয়ে বসের গাড়ি উড়িয়ে দিলেন ব্যক্তি…

কেরোসিন খাওয়ার পর যখন মহিলার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে, তখন তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহের ময়নাতদন্ত করার পর জানা যায়, মহিলাকে কেরোসিন খাওয়ানো হয়েছিল। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে যে ছেলেটিই তাঁর মাকে কেরোসিন খাইয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অসতর্কতাবশত হত্যা (গাফিলতির কারণে মৃত্যু) মামলায় অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Son Killed Mother: অন্ধবিশ্বাসের জের, মাকে কেরোসিন খাইয়ে দিল ছেলে! জানুন সেই হাড়হিম করে দেওয়া ঘটনা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল