তিনি রবিবার সংবাদমাধ্যমের সামনে জানান, শিশুদের ধর্ষণ করার ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক, মাঝে মাঝে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা যায় না এবং এটা নিয়ে এত মাতামাতি করারও কিছু নেই। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘এত বড় একটি দেশে এ রকম একটা বা দু’টো ঘটনা রিপোর্ট হয়, সেই ঘটনাগুলি নিয়ে এত লাফালাফি করা ঠিক নয়।’’ মন্ত্রীর এই ধরনের মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে ৷
advertisement
গঙ্গোয়ার বিজেপির এক নেতা ৷ কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্বে রয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার এক মন্ত্রীর এমন বক্তব্য ফের বিতর্কে জড়িয়েছে বিজেপি ৷ এমনিতেই একের পর এক ধর্ষণ কাণ্ডে বেশ ফাঁপড়ে পড়েছেন মোদী সরকার ৷ উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক বিজেপি নেতা হওয়ায় সমালোচনা উঠছে আরও ৷ এরপর শনিবার দলেরই সাংসদ হেমা মালিনীর বক্তব্য দলকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে ৷ হেমা মালিনী বলেছেন, “আজকাল এর বেশি প্রচার হচ্ছে ৷ আগেও হয়তো হত ৷ জানতাম না ৷ কিন্তু আজকাল এর উপর বেশি মনোযোগ দেওয়া হচ্ছে ৷” তবে এর পরই হেমা বলেছেন, “যা হচ্ছে, তা হওয়া উচিত নয় ৷ এতে দেশেরও নাম খারাপ হচ্ছে ৷”