TRENDING:

অনলাইনে ব্যাঙ্ক লেনদেনে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:

ডিজিটাল ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিংয়েই অভ্যস্থ নতুন প্রজন্ম ৷ কিন্তু অপেক্ষাকৃত প্রবীণ যারা, অনলাইন নিয়ে সেভাবে সরগর নন, তারাও এখন ঝুঁকছে এই পদ্ধতির দিকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডিজিটাল ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিংয়েই অভ্যস্থ নতুন প্রজন্ম ৷ কিন্তু অপেক্ষাকৃত প্রবীণ যারা, অনলাইন নিয়ে সেভাবে সরগর নন, তারাও এখন ঝুঁকছে এই পদ্ধতির দিকে ৷ ভারতের অন্যতম রাষ্ট্রাত্ব ব্যাঙ্ক এসবিআই-য়ের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় তথ্য ৷
advertisement

বৈশিষ্ট-

শুধুমাত্র এক জনের নামেই ডিজিটাল অ্যাকাউন্ট খোলা যাবে ৷ যুগ্মভাবে এই অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে না ৷

একজন ব্যক্তি একটি মাত্র অনলাইন অ্যাকাউন্টই খুলতে পারবেন ৷

ত্রৈমাশিক অ্যাকাউন্টে ২৫০০০টাকা থাকলে সার্ভিস চার্জ ২৫ শতাংশ মুকুব হবে ৷

বিনামূল্যে দেওয়া হবে প্ল্যাটিনাম ডেবিট কার্ড ৷ ২০০ টাকার বার্ষিক মেন্টেনেন্স চার্জ মুকুব হবে, যদি আপনার অ্যাকাউন্টে ত্রৈমাসিক ২৫০০০টাকা বা তার বেশি থাকে ৷

advertisement

অনলাইন অ্যাকাউন্টের কোনও পাসবই থাকবে না, কারণ পুরো লেনদেন হবে অনলাইনেই ৷ ব্যাঙ্ক থেকে অনলাইনেই আপনাকে হিসেবের তথ্য দেওয়া হবে ৷

চেকবইও থাকবে না আপনার ৷ তবে আপনি চাইলে চেকবই পেতে পারেন ৷ তার জন্য আপনাকে দিতে হবে টাকা ৷

কারা খুলতে পারবেন অ্যাকাউন্ট?

আঠারো বছর বয়সী , ভারতীয় নাগরিক যাদের বিদেশে কোনও লেনদেন নেই ৷

advertisement

থাকতে হবে বৈধ আধার কার্ড ও প্যান কার্ড ৷

মোবাইল নম্বর প্রয়োজন ৷

সেরে ফেলতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে e-KYC ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

আরও পড়ুন ধর্ষণে অভিযুক্ত ৬বছরের বালক! যোগী রাজ্যের এই ঘটনায় ফের চাঞ্চল্য

বাংলা খবর/ খবর/দেশ/
অনলাইনে ব্যাঙ্ক লেনদেনে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য