বৈশিষ্ট-
শুধুমাত্র এক জনের নামেই ডিজিটাল অ্যাকাউন্ট খোলা যাবে ৷ যুগ্মভাবে এই অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে না ৷
একজন ব্যক্তি একটি মাত্র অনলাইন অ্যাকাউন্টই খুলতে পারবেন ৷
ত্রৈমাশিক অ্যাকাউন্টে ২৫০০০টাকা থাকলে সার্ভিস চার্জ ২৫ শতাংশ মুকুব হবে ৷
বিনামূল্যে দেওয়া হবে প্ল্যাটিনাম ডেবিট কার্ড ৷ ২০০ টাকার বার্ষিক মেন্টেনেন্স চার্জ মুকুব হবে, যদি আপনার অ্যাকাউন্টে ত্রৈমাসিক ২৫০০০টাকা বা তার বেশি থাকে ৷
advertisement
অনলাইন অ্যাকাউন্টের কোনও পাসবই থাকবে না, কারণ পুরো লেনদেন হবে অনলাইনেই ৷ ব্যাঙ্ক থেকে অনলাইনেই আপনাকে হিসেবের তথ্য দেওয়া হবে ৷
চেকবইও থাকবে না আপনার ৷ তবে আপনি চাইলে চেকবই পেতে পারেন ৷ তার জন্য আপনাকে দিতে হবে টাকা ৷
কারা খুলতে পারবেন অ্যাকাউন্ট?
আঠারো বছর বয়সী , ভারতীয় নাগরিক যাদের বিদেশে কোনও লেনদেন নেই ৷
থাকতে হবে বৈধ আধার কার্ড ও প্যান কার্ড ৷
মোবাইল নম্বর প্রয়োজন ৷
সেরে ফেলতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে e-KYC ৷
আরও পড়ুন ধর্ষণে অভিযুক্ত ৬বছরের বালক! যোগী রাজ্যের এই ঘটনায় ফের চাঞ্চল্য