ধর্ষণে অভিযুক্ত ৬বছরের বালক! যোগী রাজ্যের এই ঘটনায় ফের চাঞ্চল্য
Last Updated:
ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, অভিযোগ উঠল ৬-১২ বছরের ৪ বালকের বিরুদ্ধে! চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে ৷ মহারাজপুর থানা এলাকার এই ঘটনায় স্তম্ভিত অনেকেই
#কানপুর: ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, অভিযোগ উঠল ৬-১২ বছরের ৪ বালকের বিরুদ্ধে! চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে ৷ মহারাজপুর থানা এলাকার এই ঘটনায় স্তম্ভিত অনেকেই ৷ ৪ বছরের মেয়েটি বাড়ির বাইরে খেলছিল ৷ সেই সময়ই ৪টি শিশু এসে তাকে পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ অভিযুক্তদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে ৷ এতেই হতবাক পুলিশ ৷
তবে তাদের ধারণা মোবাইলে পর্নগ্রাফি বা এই ধরণের কোন ভিডিও দেখেই এই কাণ্ড ঘটিয়েছে নাবালকরা ৷ তবে নির্যাতিতাও যেহেতু খুবই ছোট তাই তার বয়ান নিতেও বেশ সমস্যার মুখোমুখি হচ্ছে পুলিশ ৷ গত ৩০ জুন এই ঘটনা ঘটে ৷ শুরুতে আক্রান্তের পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতেই বলে প্রতিবেশীরা ৷ তবে পরে শিশুর বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন ৷ আদালতে তোলা হলে অভিযুক্তদের তিন দিনের হোমে নজরবন্দি রাখা নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
Location :
First Published :
July 03, 2018 5:10 PM IST