TRENDING:

এ কী হল হিমাচলে! ৪২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বাস... ভয়ঙ্কর দুর্ঘটনা, বিয়েবাড়ি যাওয়াই কাল হল

Last Updated:

ঘটনার পর ব্যাপক শোরগোল পড়ে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিলাসপুর এইমস-এ পাঠানো হয়। বাসের যাত্রীরা জোবি গ্রামে একটি বিয়েতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোলান: হিমাচল প্রদেশের সোলান জেলার বাদ্দি এলাকায় একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। একটি বিয়েতে যোগ দিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে ১০ জন আহত হয়েছেন। বিলাসপুর জেলার সীমান্তের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে আহতদের চিকিৎসার জন্য এইমস-এ পাঠানো হয়েছে।
News18
News18
advertisement

জানা গিয়েছে, সোলান জেলার বাড্ডির রামশহর থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।  সোমবার বিকেলে লুহারঘাটে একটি বেসরকারি বাস উল্টে গিয়ে মাঠে পড়ে যায়। যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। চালক আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তার ফলেই এই দুর্ঘটনা। ঘটনার পর ব্যাপক শোরগোল পড়ে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিলাসপুর এইমস-এ পাঠানো হয়। বাসের যাত্রীরা জোবি গ্রামে একটি বিয়েতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিহারি পোড়া দুধ চায়ের স্বাদ এখন পুরুলিয়ার রঘুনাথপুরে,ওঙ্কার সাউয়ের হাতে স্পেশাল চা খান
আরও দেখুন

গত সপ্তাহেই বিলাসপুরের বার্থিনের ভাল্লুপুলের কাছে একটি বাস ধসে পড়ে। দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং দুই শিশু আহত হয়।

বাংলা খবর/ খবর/দেশ/
এ কী হল হিমাচলে! ৪২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বাস... ভয়ঙ্কর দুর্ঘটনা, বিয়েবাড়ি যাওয়াই কাল হল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল