TRENDING:

Tragic Incident: ঝগড়ার পর রেললাইনে চরম সিদ্ধান্ত! শিশুসন্তানকে কোলে নিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দম্পতি

Last Updated:

Tragic Incident:তদন্তকারীরা জানতে পেরেছেন আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ বাড়িতে ঝগড়ার জন্য শ্রীরামুলুর ঠাকুমা তাঁদের তিরস্কার করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: মর্মান্তিক ঘটনায় সপরিবারে আত্মঘাতী হলেন এক দম্পতি৷ এই ঘটনা অন্ধ্রপ্রদেশের৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাঁরা৷ রবিবার সকাল ১১ নাগাদ কাড়াপা রেলস্টেশনে এই ঘটনা ঘটে৷
আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়
আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুধের শিশু-সহ দম্পতি দাঁড়িয়েছিলেন রেললাইনে৷ সে সময় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান সকলে৷ ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল, রেললাইনের উপর পড়ে থাকে তাঁদের দেহের অংশ৷ ঘটনাস্থলে পুলিশ এসে দেহাংশ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে নিহতদের পরিচয়৷ প্রাণ হারিয়েছেন শ্রীরামুলু (৩৫), শিরিসা (৩০) এবং তাঁদের দেড় বছরের শিশুসন্তান ঋত্বিক৷

advertisement

আরও পড়ুন : বিরল ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই শর্মিলা ঠাকুরের…কন্যা সোহার কথায় ফিরল সেই যন্ত্রণার স্মৃতি

তদন্তকারীরা জানতে পেরেছেন আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ বাড়িতে ঝগড়ার জন্য শ্রীরামুলুর ঠাকুমা তাঁদের তিরস্কার করেন৷ কিন্তু তাতে হিতে বিপরীত হয়৷ রাগের চোটে বাড়ি ছেড়ে বেরিয়ে যান স্বামী-স্ত্রী৷ তার পরই রেললাইনে গিয়ে সপরিবারে আত্মঘাতী হন৷

advertisement

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্রীরামুলুর ঠাকুমাও৷ শিশুসন্তান-সহ দম্পতির আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কীর্তিচাঁদ রায়ের জয়ের প্রতীক, বর্ধমানের রাজ আমলের ঐতিহ্য ও প্রতিশোধের গৌরবগাথা
আরও দেখুন

Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tragic Incident: ঝগড়ার পর রেললাইনে চরম সিদ্ধান্ত! শিশুসন্তানকে কোলে নিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল