TRENDING:

সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা শুরু পুরীর জগন্নাথদেবের

Last Updated:

কখনও রত্ন ভাণ্ডারের বেপাত্তা চাবি, তো কখনও সেবাইতদের প্রতিবাদে বন্ধ জগন্নাথদেবের ভোগ রান্না আবার কখনও রাষ্ট্রপতির স্ত্রীকে মন্দিরে ঢুকতে না দেওয়া ৷ বারবারই এমন অভিযোগ উঠছে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরী: কখনও রত্ন ভাণ্ডারের বেপাত্তা চাবি, তো কখনও সেবাইতদের প্রতিবাদে বন্ধ জগন্নাথদেবের ভোগ রান্না আবার কখনও রাষ্ট্রপতির স্ত্রীকে মন্দিরে ঢুকতে না দেওয়া ৷ বারবারই এমন অভিযোগ উঠছে পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে ৷ তবে উৎসবের মরশুমে পুরনো সেই কাসুন্দি নৈব নৈব চ ৷
advertisement

আজই মহাপ্রভুর মহাস্নান। সেই উৎসবকে কেন্দ্র করে এখন ব্যস্ততা তুঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। মহাস্নানের আগে অবধি রত্নবেদীতেই থাকেন জগন্নাথ।

আরও পড়ুন: শুধুই রাষ্ট্রপতি বা তাঁর স্ত্রীই দেবদর্শনে হেনস্থার শিকার নন, তালিকায় অনেক হাই প্রোফাইল

এ বছরের মহাস্নান পর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার ভোর চারটেয়। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে শুভদ্রাকে পুষ্পাঞ্জলী দেবেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাঁদের নিয়ে যাওয়া হবে স্নানবেদীতে। সেখানে মঙ্গল আরতী ও সূর্যপুজোর পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হবে। মন্দিরের উত্তরের দরজায় রয়েছে সোনার কুয়ো। সেই কুয়ো থেকে তোলা হবে একশো আট ঘটি জল। সেই জলেই স্নান করবেন জগন্নাথ, বলরাম, শুভদ্রা। মহাস্নান শেষ হবে সকাল দশটায়।

advertisement

আরও পড়ুন: পুরীর জগন্নাথ দর্শনে বাধা রাষ্ট্রপতির স্ত্রীকে, সামনে এল চাঞ্চল্য়কর তথ্য

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা শুরু পুরীর জগন্নাথদেবের