আরও পড়ুন : মারাত্মক বিষধর এই সাপ কামড়ালে আপনি টেরও পাবেন না, অজান্তেই এক ছোবলে হয়ে যাবেন ছবি!
সম্প্রতি, নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটির টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে একটি ক্লাসরুমের দৃশ্য দেখানো হয়েছে। ক্লাস চলাকালীন হঠাৎ এসির ভেন্টের মধ্যে থেকে একটি সাপের মুখ বারবার বেড়িয়ে আসছিল৷ যা দেখে শিশুদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন শিশু সাপের ভয়ে পালিয়ে যায়। শিক্ষকও অবাক হয়ে তাকিয়ে আছেন সাপের দিকে। কিন্তু পুরো ঘটনাটাই কিছুক্ষণের৷ অল্প সময় পর সাপটি আবার এসি ভেন্টের ভেতরে মুখ ঢুকিয়ে নেয়৷ এরপরই প্রাণ ফিরে পায় স্টুডেন্টরা।
আরও পড়ুন : নেকড়ে, চিতাবাঘ ঘুম কেড়েছে, এই রাজ্যের রাস্তায় এবার সাত ফুটের কুমির! তীব্র আতঙ্ক
ভিডিওটি 4 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, 16 ডিগ্রি তাপমাত্রায় সাপটি এসি ভেন্টের ভিতরে আরামে ঘুমিয়ে থাকত, কিন্তু ক্লাসের শব্দে ঘুম থেকে উঠে বেরিয়ে আসে। অন্য একজন লিখেছেন, হয়তো সাপ শুনেছে যে ক্লাসে পাইথন পড়ানো হচ্ছে। তাই সেও ক্লাসে যোগ দিয়েছিল৷