সম্প্রতি সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। দমবন্ধ করা সেই ভিডিওর শেষে দেখা গিয়েছে, একটি সাপকে উদ্ধার করে এনেছেন তিনি। জানা গিয়েছে, পবন নায়েক নামে ওই যুবক সাপ উদ্ধার করার জন্য গভীর কুয়োয় নামতে দু’বার ভাবেননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমতার পুরনো বাসস্ট্যান্ডের কাছে মধুকর শানাভাগ নামে এক ব্যক্তির বাড়িতেই এই ঘটনা ঘটে।
advertisement
মধুকরের বাড়ির কুয়োয় আটকা পড়ে যায় একটি সাপ। সেই ঘটনা দেখতে পেয়ে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁর পক্ষে একাজ সম্ভব নয় বুঝেই মধুকর খবর দেন পবনকে। কুয়োটি প্রায় ৪৫ ফুট গভীর।খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন পবন নায়েক। ৪৫ ফুট গভীর কূপে নামার জন্য তিনি ব্যবহার করেন দু’টি দড়ি।
আরও পড়ুন, ভাঙল কাচ, ফের আক্রান্ত নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
আরও পড়ুন, মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা, বর্ধমানের ‘এখানে’ যা হল
অবশেষে কোনও রকম বিপদ ঘটার আগেই সাপটিকে তিনি ঢুকিয়ে ফেলেন একটি ব্যাগে। তুলে নিয়ে আসেন উপরে। গভীর কূপে, পিচ্ছিল শ্যাওলার ফলে আটকা পড়েছিল সাপটি। কোনও ভাবেই উপরে উঠে আসতে পারছিল না। তবে জীবিত ছিল সে। তাই পবন নায়েকের সময় মতো গিয়ে উপস্থিত হওয়ায় প্রাণে বেঁচে যায় সাপটি।