TRENDING:

Snake: সামনে দাঁড়িয়ে ১৪ ফুটের বিষাক্ত কিং কোবরার! যা কাণ্ড হল, শুনলে চমকে উঠবেন

Last Updated:

Snake: সম্প্রতি বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাগাহায় দেখা মিলেছে এমনই একটি গোখরো সাপের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লক্ষ্মীপুর: সাপ, তা সে যত ছোটই হোক, দেখা মাত্র শরীর হিম হয়ে যেতে বাধ্য। কিন্তু সেই সাপের ওজন যদি হয় ২২ কেজি আর দৈর্ঘ্য ১৪ ফুট, তাহলে ভয়েই প্রাণ চলে যেতে পারে যে কোনও মানুষের। কিন্তু এমন সাপের দেখা খুব একটা মেলে না। সম্প্রতি বিহারের পশ্চিম চম্পারণ জেলার বাগাহায় দেখা মিলেছে এমনই একটি গোখরো সাপের। যার ওজন ২২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
১৪ ফুটের বিষাক্ত কিং কোবরা। প্রতীকী ছবি
১৪ ফুটের বিষাক্ত কিং কোবরা। প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, ভিটিআর এলাকার লক্ষ্মীপুর রামপুরার চম্পামাই মন্দিরের কাছে একটি বাড়ি থেকে এমন একটি পুরুষ গোখরো উদ্ধার করা হয়েছে। তার ওজন প্রায় ২২ কেজি, দৈর্ঘ্য ১৪ ফুট। এত বড় বিষধরকে বাগে আনতে হিমসিম খেতে হয়েছে সাপধরাদের। ৬ জন বনকর্মী মিলে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় কাবু করতে পেরেছেন সাপটিকে।

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিটিআর সংলগ্ন লক্ষ্মীপুর রামপুরওয়া গ্রামের চম্পামাই-এর মন্দিরের কাছে এই ঘটনা। শুক্রবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা ভোলা রামের বাড়িতে একটি দৈত্যাকার গোখরো ঢুকে পড়ে। বাড়ির মালিক জানান, রাতে হঠাৎই ইঁদুরের দৌড়াদৌড়ির শব্দ পাওয়া যায়। কিন্তু তখনও তাঁরা কিছু বোঝেননি। শনিবার সকালে গৃহকর্ত্রী রান্নার জন্য কাঠ আনতে গিয়ে ভাঁড়ার ঘরে দেখতে পান সাপটিকে। যদিও কাল বিলম্ব না করে খবর দেওয়া হয় বন দফতরে।

advertisement

আরও পড়ুন,লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা

আরও পড়ুন, চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পিছনে অন্যতম কারিগর কৃতী নীলাদ্রি, গর্বিত মছলন্দপুর

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন বন কর্মীরা। আসলে ভিটিআর এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা। প্রায় প্রতিদিনই এখানে নানা ধরনের বিষাক্ত প্রাণী ও পোকামাকড়ের দেখা মিলছে। এর প্রায় এক মাস আগেও বাগাহায় একটি বড় গোখরো উদ্ধার করা হয়। বনকর্মীদের মতে, গত ৫ বছরে এখান থেকে প্রায় ৩০টি এই ধরনের বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Snake: সামনে দাঁড়িয়ে ১৪ ফুটের বিষাক্ত কিং কোবরার! যা কাণ্ড হল, শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল