আরও পড়ুন- "তোমার কীসের এত তাড়া?" কেকে'র প্রয়াণে লিখলেন শোকস্তব্ধ কিংবদন্তী এআর রহমান!
কেকে’র মৃত্যুর কারণ এখনও অজানাই। এসএসকেএম হাসপাতালের তরফে কৃষ্ণকুমার কুন্নথের ময়নাতদন্তের রিপোর্ট জমা করা হবে। আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে এই গায়কের।
কলকাতায় নজরুল মঞ্চে কনসার্ট শেষে গায়কের আকস্মিক মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানস্থলের আয়োজন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে এবং গায়ককে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আসলে কী ঘটেছিল তা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
advertisement
আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদি আমায় শিখিয়েছিলেন খিচুড়ি কীভাবে রাঁধতে হয়: বিজেপি নেতার স্ত্রী
কেন্দ্রীয় ভারপ্রাপ্ত কর্মী চন্দন মাইতি জানান, নজরুল মঞ্চ অডিটোরিয়ামে মোট ২ হাজার ৪৮২ জন বসতে পারেন। গতকাল সন্ধ্যেবেলায় ছয়-সাত হাজারের বেশি দর্শক ভিড় করেন। অনুষ্ঠান শুরু হতেই শুরু হয় বিশৃঙ্খলা।
নব্বইয়ের দশকের শেষের দিকে কিশোর, কিশোরী, যুবক যুবতীদের মনে ঝড় তুলেছিলেন কেকে। ১৯৯৯ সালে কেকে’র প্রথম অ্যালবাম পল ব্যাপক প্রশংসিত হয়েছিল।