নতুন ছবিতে সোনম এবং রাজ দু’জনকেই খুশি দেখাচ্ছে। তবে এই ছবি সম্ভবত পুরনো। খুনের পরে এই ছবি তলা নয় বলেই তদন্তে জানতে পেরেছেন আধিকারিকরা। দীপাবলির সময়কার ছবি বলে মনে করছেন জেরার পরে। সোনমকে রুপোলি রঙের শাড়িতে এবং রাজকে গাঢ় বাদামী রঙের কুর্তায় দেখা গিয়েছে। রাজের কপালেও টিকা লাগানো হয়েছে। সোনম-রাজের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল।
advertisement
মেঘালয়ের রাজধানী শিলংয়ে রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশীর জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রমাণের ভিত্তিতে পুলিশ সোনম ও রাজ কুশওয়াহা-সহ ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে। অন্য অভিযুক্তরা হলেন আকাশ রাজপুত, বিশাল চৌহান এবং আনন্দ কুর্মি। গত ৭ জুন গাজিপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সোনম।
বিয়ের এক মাসের মধ্যেই স্বামীকে খুন, ঘটনাটি সন্দেহজনক হয়ে ওঠে। রাজা রঘুবংশী, তাঁর স্ত্রী সোনমকে নিয়ে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। ২ জুন রাজা রঘুবংশীর দেহ খাদে মেলে, কিন্তু সোনমের খোঁজ মিলছিল না। পুলিশ রাজার দেহ হেফাজতে নিয়ে ময়না তদন্তে পাঠায়। এদিকে, গত ৭ জুন উত্তরপ্রদেশের গাজিপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সোনম। এই গোটা ঘটনায় সোনমকে নিয়ে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হল। বর্তমানে রাজা রঘুবংশী হত্যা মামলায় সোনম ও অন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো সত্য জানার চেষ্টা করছে মেঘালয় পুলিশ।