TRENDING:

Rewarding Women: ১-এর বেশি সন্তানের জন্ম দিলেই মহিলাদের মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ভারতের এ রাজ্যে

Last Updated:

Rewarding Women: দ্বিতীয় সন্তানের জন্ম দেন, তাহলে এক দফা ইনক্রিমেন্ট। তৃতীয় সন্তানের জন্ম হলে আবারও আর্থিক পুরস্কার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্যাংটক : ভারতের অধিকাংশ রাজ্য জনবিস্ফোরণে জেরবার, তখন উলটপুরাণ সিকিমে। জনবিরল এই রাজ্য অভিনব পদক্ষেপ নিল জনসংখ্যা বৃদ্ধির। ফার্টিলিটি রেট হু হু করে পড়ে যাওয়ায় নতুন সিদ্ধান্ত নিল সিকিম সরকার।
বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও
বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও
advertisement

সে রাজ্যের সরকারি মহিলাকর্মীরা যদি দুটি বা তার বেশি সন্তানের জন্ম দেন, তাহলে তাঁদের পুরস্কৃত করা হবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ এই বিশেষ ক্ষেত্রে মহিলাদের জন্য স্পেশাল ইনক্রিমেন্টের প্রস্তাব রেখেছেন। যদি দ্বিতীয় সন্তানের জন্ম দেন, তাহলে এক দফা ইনক্রিমেন্ট। তৃতীয় সন্তানের জন্ম হলে আবারও আর্থিক পুরস্কার।

আরও পড়ুন :  তীব্র তুষারপাতে হাঁটু সমান বরফ পেরিয়ে জম্মু কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম থেকে অসুস্থ বৃদ্ধাকে পিঠে করে উদ্ধার ভারতীয় সেনার

advertisement

বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও। নতুন সরকারি ঘোষণা অনুযায়ী, সিকিমের সরকারি কর্মীরা এ বার থেকে ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। ১ মাস করা হয়েছে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ। মুখ্যমন্ত্রী তামাংয়ের কথায়, "রাজ্যের লোকসংখ্যার কথা ভেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষয়িষ্ণু ফার্টিলিটি রেট আমাদের বাড়াতেই হবে। তাই বেশি সন্তানের জন্ম দিলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক বছর গুলিতে সিকিমের ক্ষেত্রে ফার্টিলিটি রেটের বৃদ্ধি সবথেকে কম।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

সিকিমের মুখ্যমন্ত্রী এও জানান এই ঘোষণার আগে ইতিমধ্যেই যাঁরা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন, তাঁরাও এই আর্থিক সুবিধা পাবেন। সিকিমের হাসপাতালগুলিতে আইভিএফ পরিষেবা আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক সন্তানের মা হলে কোনওভাবেই এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না। তবে যাঁরা আইভিএফ পরিষেবা নিচ্ছেন, তাঁরা ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rewarding Women: ১-এর বেশি সন্তানের জন্ম দিলেই মহিলাদের মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ভারতের এ রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল