গত মঙ্গলবার উত্তরাখণ্ডে, জিম করবেট ন্যাশনাল পার্কের কাছে রামনগর সংলগ্ন একটি মন্দিরের ঘটনা ৷ হিন্দু প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক মুসলিম যুবক৷ ওই যুবককে তাঁর প্রেমিকার সঙ্গে দেখে ফেলায় তাঁদের ক্রমাগত হেনস্থা করতে থাকে হিন্দু সংগঠনের সদস্যরা ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবককে ঘিরে রয়েছে ক্ষিপ্ত জনতা ৷ উন্মত্ত জনতা যখন ওই মুসলিম যুবককে মারতে উদ্যত হন, তখন গগনদীপ তাঁকে বাঁচানোর জন্য জাপটে জড়িয়ে ধরেছিলেন ৷
advertisement
দেখুন সেই ভাইরাল ভিডিও
আসলে ওই এলাকায় অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন গগনদীপ সিং ৷ দেখেন ওই মুসলিম যুবককে মারার জন্য উন্মত্ত জনতার হাতে বড় বড় পাথর ৷ যার একটা শরীরে কোনও অংশে লাগলেই গভীর আঘাত লাগতে পারত ৷ সেই রকম কোনও ঘটনা যাতে না ঘটে, সেই কারণে চেষ্টার কোনও কসুর করেননি ওই পুলিশ অফিসার ৷ আর তাঁর সেই নায়কোচিত ব্যবহারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তাঁর এ হেন মানবিক আচরণে মুগ্ধ সোশ্যাল মিডিয়া ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘নায়ক’আখ্যাও দেওয়া হয়েছে ৷