TRENDING:

Kiara-Sidharth Wedding: প্রেমের মাসে মাখোমাখো প্রেম! বিয়ের পরে কিয়ারাকে চোখে হারাচ্ছেন সিদ্ধার্থ, নিজের চোখেই দেখুন ভিডিও

Last Updated:

Kiara Advani-Sidharth Malhotra Wedding: কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। সঙ্গে ধূসর রঙের শাল।  অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট, জিন্স, খয়েরি জ্যাকেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রেমের মাসে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ নবদম্পতি বেশে প্রকাশ্যে এলেন তারকা জুটি। আর বুধবার সকালে উড়ে গেলেন দিল্লির পথে৷ তার আগে পোজ দিতে ভোলেননি অবশ্য দেখুন সেই ভিডিও৷
হাতে হাত রেখে সিদ্ধার্থ-কিয়ারা
হাতে হাত রেখে সিদ্ধার্থ-কিয়ারা
advertisement

বুধবার নবদম্পতি দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে জয়সলমীর বিমানবন্দরে পারাজ্জিদের জন্য পোজ দেন তাঁরা। কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। সঙ্গে ধূসর রঙের শাল।  অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট, জিন্স, খয়েরি জ্যাকেট।

আরও পড়ুন: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান

advertisement

আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ

অন্যদিকে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা। নববধূ আথিয়া শেট্টি থেকে শুরু করে করিশ্মা কাপুর। বিক্রান্ত মাসে থেকে বাণী কাপুর।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন  সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kiara-Sidharth Wedding: প্রেমের মাসে মাখোমাখো প্রেম! বিয়ের পরে কিয়ারাকে চোখে হারাচ্ছেন সিদ্ধার্থ, নিজের চোখেই দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল