বুধবার নবদম্পতি দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে জয়সলমীর বিমানবন্দরে পারাজ্জিদের জন্য পোজ দেন তাঁরা। কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। সঙ্গে ধূসর রঙের শাল। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট, জিন্স, খয়েরি জ্যাকেট।
আরও পড়ুন: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান
আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ
অন্যদিকে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা। নববধূ আথিয়া শেট্টি থেকে শুরু করে করিশ্মা কাপুর। বিক্রান্ত মাসে থেকে বাণী কাপুর।
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।