আরও পড়ুনঃ সমুদ্রের জলে ভাসছে একটি বস্তা, খুলতেই যা বেরোল, আঁতকে উঠল সকলে!
সূত্রের খবর, পার্কিং ও চেম্বার তৈরি নিয়ে বচসার জেরে ৯ রাউন্ড গুলি চলল দিল্লির তিস হাজারি আদালত চত্বরে । ওয়েস্টার্ন উইংয়ে ৪৩৩/৪৩৪ চেম্বারের কাছে এই ঘটনা ঘটেছে। আদালতে যে আইনজীবী গুলি চালিয়েছিলেন, তিনি আদালতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীশ শর্মা। জানা গেছে যে চেম্বার তৈরি এবং পার্কিং নিয়ে মনীশ শর্মার সঙ্গে তাঁর সচিব অতুল শর্মার তর্ক হয়েছিল যার ফলে এই ঘটনা ঘটে।
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে একা! পারিবারিক সমস্যায় তিন সন্তানদের সঙ্গে মা যা করলেন হতবাক পড়শিরাও
দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান, কে কে মানান, তিস হাজারি কোর্ট চত্বরে গুলি চালানোর ঘটনার নিন্দা করেছেন৷ তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। অস্ত্রের লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হবে। অস্ত্রগুলো লাইসেন্সপ্রাপ্ত হলেও আদালতের ভেতরে বা আশেপাশে কোনও আইনজীবী বা অন্য কেউ এগুলো ব্যবহার করতে পারে না।’