Crime News: বাড়িতে একা! পারিবারিক সমস্যায় তিন সন্তানদের সঙ্গে মা যা করলেন হতবাক পড়শিরাও

Last Updated:

Crime News: তিন সন্তানকে কুয়োতে ফেলে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন মা ৷ ওড়িশার গঞ্জাম জেলার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ পুলিশ জানিয়েছে ঘটনায় দুজন সন্তানের মৃত‍্যু হয়েছে এবং গুরুতর আহত অরেকজন শিশু।

পারিবারিক সমস্যায় তিন সন্তানদের সঙ্গে মা যা করলেন হতবাক পড়শিরাও
পারিবারিক সমস্যায় তিন সন্তানদের সঙ্গে মা যা করলেন হতবাক পড়শিরাও
ওড়িশাঃ তিন সন্তানকে কুয়োতে ফেলে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন মা ৷ ওড়িশার গঞ্জাম জেলার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ পুলিশ জানিয়েছে ঘটনায় দুজন সন্তানের মৃত‍্যু হয়েছে এবং গুরুতর আহত অরেকজন শিশু।
সূত্রের খবর, ৩০ বছর বয়সি মহিলা রশ্মিতা গৌড়া তাঁর বড় মেয়ে গুঞ্জন (৯), ১০ মাসের আলিশা এবং পাঁচ বছরের আশিসকে কুয়োতে ফেলে দেয়। এবং তারপর তিনি নিজে কুয়োতে ঝাঁপ দেয়। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় মা এবং বড় মেয়ে গুঞ্জন। রবিবার গভীর রাতে গঞ্জাম জেলার লাউগুদা গ্রামে এ ঘটনা ঘটে।
advertisement
advertisement
এক পুলিশ অফিসার জানান, রশ্মিতা গৌড়ার স্বামী চেন্নাইতে শ্রমিক হিসাবে কাজ করেন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। বর্তমানে গুঞ্জন ও তাঁর মা একটি কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন।
advertisement
ওই মহিলা কেন এই কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় হতবাক পড়শিরাও। কোনও দাম্পত্য কলহ ছিল কিনা তাও জানা যায়নি। জানা গিয়েছে, ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী চেন্নাইয়ে কাজ করেন। ঘটনার সময়ে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন বলে খবর।
এসপি (গঞ্জাম) জগমোহন মীনা বলেছেন, ‘ তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কিছু পারিবারিক বিরোধের কারণে এই কাজটি ঘটিয়ে থাকতে পারেন রশ্মিতা গৌড়া।’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: বাড়িতে একা! পারিবারিক সমস্যায় তিন সন্তানদের সঙ্গে মা যা করলেন হতবাক পড়শিরাও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement