Indian Railways: রেলের ফেস্টিভ বোনাঞ্জা, কোনও সমস্যা ছাড়াই ঘুরে দেখুন আপনার প্রিয় জায়গা, রেলের বিরাট উপহার
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: ফেস্টিভ বোনাঞ্জা। এবার বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া আরও সহজ। টিকিটের ঝঞ্ঝাট রুখতে এবার নতুন উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের।
advertisement
1/5

*ফেস্টিভ বোনাঞ্জা। এবার বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া আরও সহজ। টিকিটের ঝঞ্ঝাট রুখতে এবার নতুন উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম যে কোনও দিকেই বিভিন্ন ঘোরার জায়গা পৌঁছানো আরও সহজ। সেই সহজ করে তুলেছে দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
2/5
*ইতিমধ্যেই খড়গপুর ডিভিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চলবে একাধিক পুজো স্পেশ্যাল ট্রেন। দীপাবলি এবং ছটপুজো উপলক্ষে আগামী নভেম্বর পর্যন্ত একাধিক স্পেশ্যাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। চলবে খড়গপুর ডিভিশনের তত্ত্বাবধানে।
advertisement
3/5
*রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮৬১১ সাঁতরাগাছি-আজমির পুজো স্পেশ্যাল ট্রেন ২২ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার চালান হবে। একইভাবে ইটাওয়ারি-শালিমার পুজো স্পেশাল ট্রেন প্রতি সোমবার চালান হবে। একইভাবে মালদহ টাউন-দিঘা, শালিমার-পাটনা, রাঁচি-গোরখপুর, সাঁতরাগাছি-তিরুবনন্তপুরম, শালিমার-চেন্নাই, রাঁচি-আজমির, জয়নগর-রাঁচি টাটানগর-বক্সার, রাঁচি-কামাক্ষা, সাঁতরাগাছি-বেঙ্গালুরু, এবং সাঁতরাগাছি-বিশাখাপত্তনম রুটি আপ এন্ড ডাউন পুজো স্পেশাল ট্রেন চালান হবে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখা তরফে।
advertisement
4/5
*প্রসঙ্গত চলছে পুজোর মরশুম। এই সময় ভ্রমণপিপাসু বাঙালিরা পুজোর ছুটি কাটাতে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে সেখানে ঘুরতে যেতে হয়রানির শিকার হতে হয় শুধুমাত্র টিকিটের কারণে। টিকিট কনফার্ম হওয়ার না কারণে ভ্রমণ অধরা থেকে যায়। তাই এবার যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত দক্ষিণ পূর্ব রেলের বলে জানিয়েছেন রেলের এক জনসংযোগ আধিকারিক।
advertisement
5/5
*স্বাভাবিকভাবে অক্টোবর এবং নভেম্বর হাতে প্রায় দেড় মাসের সময়। দক্ষিণ পূর্ব রেলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল-সহ বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, এই পুজো স্পেশ্যাল ট্রেনের সম্পর্কে। তাই যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এখনই টিকিট কাটুন আর ঘুরে দেখুন আপনার পছন্দের জায়গা।