TRENDING:

PM Narendra Modi on Shinzo Abe: 'নিজের জীবন দিয়ে তৈরি করেছিলেন জাপান', শিনজো আবের মৃত্যুতে ট্যুইট ব্যথিত মোদির

Last Updated:

বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি। (PM Narendra Modi on Shinzo Abe)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুক্রবার সকালেই সারা বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছিল এই খবর। কিছুক্ষণের মধ্যে সেই খবর আরও চাঞ্চল্য ছড়িয়ে দিল। প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে প্রকাশ্যেই গুলিবিদ্ধ হয়েছিলেন আবে। দুশ্চিন্তার প্রহর গুনছিল গোটা বিশ্ব। বক্তৃতা করার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি। (PM Narendra Modi on Shinzo Abe)
PM Narendra Modi on Shinzo Abe
PM Narendra Modi on Shinzo Abe
advertisement

'বন্ধু' শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার খবরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। ট্যুইটে সমবেদনা ও আরোগ্য কামনা করেছিলেন। প্রয়াণের পর ফের ট্যুইটারে গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। ট্যুইটারে মোদি লিখেছেন, 'আমি স্তম্ভিত ও দুঃখিত, ভাষা নেই আমার প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে, শিনজো আবে। বিশ্বজনীন এক রাষ্ট্রনায়ক, একজন অসামান্য নেতা এবং উল্লেখযোগ্য প্রশাসক। উনি নিজের জীবন দিয়ে জাপান তৈরি করেছিলেন ও বিশ্বকে উন্নত করেছিলেন।'

advertisement

advertisement

আরও পড়ুন: হল না শেষরক্ষা, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে!

শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার পরও ট্যুইটারে শোকপ্রকাশ করেছিলেন মোদি। লিখেছিলেন, 'আমার প্রিয় বন্ধুর উপর হামলার ঘটনায় গভীর ভাবে ব্যথিত। ওঁর ও পরিবারের জন্য প্রার্থনা করি। জাপানের মানুষের সঙ্গে আছি।' কিন্তু ফের চরম খারাপ খবরটাই পেলেন প্রধানমন্ত্রী। হয়তো এমন খবর পেতে হবে তা ভাবেননি মোদিও। তবে আশঙ্কাই সত্যি হল। ২০২১ সালে শিনজো আবেকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে। বলে হয়, শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতায় যায়। এরই স্বীকৃতিস্বরুপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

advertisement

আরও পড়ুন: প্রস্রাবের রং গাঢ় হলুদ হচ্ছে, জন্ডিসে আক্রান্ত নয় তো?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, শিনজোর বুকে গুলি লেগেছিল। গুলিবিদ্ধ হওয়ার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিস্থিতি সঙ্কটজনক ছিল। সঙ্গে সঙ্গেই আততায়ীকে পাকড়াও করা হয়। ঘটনায় ধৃত ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি বলে জানা গিয়েছে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi on Shinzo Abe: 'নিজের জীবন দিয়ে তৈরি করেছিলেন জাপান', শিনজো আবের মৃত্যুতে ট্যুইট ব্যথিত মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল