শিনজো আবের মৃত্যুতে ভারতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল দেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৯ জুলাই, ২০২২ জাতীয় শোক দিবস হিসেবে পালন করার কথা লিখেছেন ট্যুইটে। শেষ বার জাপান সফরে গিয়ে শিনজো আবের সঙ্গে দেখা হয়েছিল মোদির। ট্যুইটে সেকথাও লিখেছেন মোদি। শিনজো আবের পরিবার ও অনুরাগীদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
advertisement
আরও পড়ুন: 'নিজের জীবন দিয়ে তৈরি করেছিলেন জাপান', শিনজো আবের মৃত্যুতে ট্যুইট ব্যথিত মোদির
'বন্ধু' শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার খবরেই উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। ট্যুইটে সমবেদনা ও আরোগ্য কামনা করেছিলেন। প্রয়াণের পর ফের ট্যুইটারে গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। ট্যুইটারে মোদি লিখেছেন, 'আমি স্তম্ভিত ও দুঃখিত, ভাষা নেই আমার প্রিয় বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে, শিনজো আবে। বিশ্বজনীন এক রাষ্ট্রনায়ক, একজন অসামান্য নেতা এবং উল্লেখযোগ্য প্রশাসক। উনি নিজের জীবন দিয়ে জাপান তৈরি করেছিলেন ও বিশ্বকে উন্নত করেছিলেন।'
আরও পড়ুন: শাশুড়ি নীতুর জন্মদিনে 'হবু দিদা' সম্বোধন করে পোস্ট আলিয়ার, রাতভর চলল সেলিব্রেশন!
শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার পরও ট্যুইটারে শোকপ্রকাশ করেছিলেন মোদি। লিখেছিলেন, 'আমার প্রিয় বন্ধুর উপর হামলার ঘটনায় গভীর ভাবে ব্যথিত। ওঁর ও পরিবারের জন্য প্রার্থনা করি। জাপানের মানুষের সঙ্গে আছি।' কিন্তু ফের চরম খারাপ খবরটাই পেলেন প্রধানমন্ত্রী। হয়তো এমন খবর পেতে হবে তা ভাবেননি মোদিও। তবে আশঙ্কাই সত্যি হল। ২০২১ সালে শিনজো আবেকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের তরফে। বলে হয়, শিনজো আবের আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতায় যায়। এরই স্বীকৃতিস্বরুপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।